Poush Mela 2025: পৌষমেলায় শান্তিনিকেতনে হুড়মুড়িয়ে বাড়ছে হোটেল ভাড়া! কোথায় থাকবেন কম খরচে...! রইল বাজেট হোটেলের সুলুক সন্ধান
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Poush Mela 2025: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে ৬ দিন ধরে। এই সময় হোটেল ভাড়া দ্বিগুণ হওয়ায় পর্যটকদের সমস্যা হয়।
advertisement
1/5

আর দিন কয়েক পরেই বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় ঐতিহ্যবাহী পৌষ মেলা। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে এই বছর ৬ দিন ধরে পালিত হবে ঐতিহ্যবাহী পৌষ মেলা। গত বৃহস্পতিবার বিশ্বভারতীর বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরেই শুরু হয়েছে মেলার মাঠ মাপজোক থেকে শুরু করে মাঠ পরিদর্শন। ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে এই মেলা। প্রত্যেক বছর এই মেলা পরিদর্শনের জন্য দেশ ছাড়িয়ে বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
আর মূলত এই সময় হোটেল ভাড়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয় পর্যটকদের। কারণ এই সময় বোলপুর শান্তিনিকেতনে প্রায় প্রত্যেকটি হোটেল বুকিং হয়ে থাকে আগে থেকে। তাছাড়া বছরের অন্যান্য সময় যে হারে হোটেল ভাড়া থাকে তার থেকে দ্বিগুণ বেশি ভাড়া হয় পৌষ মেলার সময়। ফলে অনেকে চাইলেও বোলপুরে থেকে রাত্রি বাস করতে পারেন না।
advertisement
3/5
তবে আপনি চাইলে বোলপুর থেকে মাত্র ট্রেনে করে ৩০ মিনিটের দূরত্বে সাঁইথিয়া এসে রাত্রি বাস করতে পারেন। আপনি বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা ঘুরে তারপর সেখান থেকে সোজা পৌঁছে যেতে পারেন বোলপুর স্টেশন অথবা প্রান্তিক স্টেশন। তবে পৌষ মেলার যে মাঠ সেখান থেকে প্রান্তিক স্টেশন অনেক কাছে। সেখান থেকে যে কোনও লোকাল ট্রেন ধরে আপনি সোজা পৌঁছে যেতে পারেন সাইথিয়ার রেল স্টেশন। স্টেশন থেকে কিছুদূর গেলেই আপনি একাধিক হোটেল পেয়ে যাবেন।
advertisement
4/5
এর পাশাপাশি আপনি চাইলে বোলপুর অথবা প্রান্তিক স্টেশন থেকে লোকাল অথবা এক্সপ্রেস ট্রেন ধরে সোজা পৌঁছে যেতে পারেন বীরভূমের রামপুরহাট রেল স্টেশন। বোলপুর স্টেশন অথবা প্রান্তিক স্টেশন থেকে রামপুরহাট এর দূরত্ব প্রায় ৪৫ মিনিট এর। রামপুরহাট রেল স্টেশন থেকে মাত্র ৫ মিনিট পায়ে হেঁটে দূরত্বে বাস স্ট্যান্ড গেলেই আপনি পেয়ে যাবেন একাধিক হোটেল। খুব অল্প টাকার বিনিময়ে আপনি রাত্রিবাস করে নিতে পারেন।
advertisement
5/5
তবে একান্তই যদি আপনাকে বোলপুর শান্তিনিকেতনে রাত্রিবাস করতে হয় তাহলে যে কোনও ধরনের বড় হোটেল অথবা রিসোর্ট এর থেকে আপনি খোঁজ করুন বোলপুর স্টেশনের আশেপাশে বিভিন্ন ছোট হোটেলের। সেখানে আপনি চাইলে খুব অল্প টাকার বিনিময়ে রাত্রিবাস করতে পারেন। তবে সেই সমস্ত হোটেলে থাকতে গেলে অন্ততপক্ষে আপনাকে ২০ দিন আগে থেকে বুকিং করে রাখতে হবে। কারণ ছোট হোটেলের সংখ্যা অনেকটাই কম বোলপুর শান্তিনিকেতনে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Poush Mela 2025: পৌষমেলায় শান্তিনিকেতনে হুড়মুড়িয়ে বাড়ছে হোটেল ভাড়া! কোথায় থাকবেন কম খরচে...! রইল বাজেট হোটেলের সুলুক সন্ধান