ভয় ধরাচ্ছে 'পপকর্ন লাংস'! বিরল ফুসফুসের রোগ, বিড়ি, সিগারেট খেলে সাবধান!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
পপকর্ন লাংস। শুনেই একটু অবাক হতে পারেন। এমন নামের মানে কী! তবে এই রোগ এখন ভয় ধরাচ্ছে। আপনি ধূমপায়ী হলে খুব সাবধান।
advertisement
1/6

পপকর্ন লাংস। শুনেই একটু অবাক হতে পারেন। এমন নামের মানে কী! তবে এই রোগ এখন ভয় ধরাচ্ছে। আপনি ধূমপায়ী হলে খুব সাবধান।
advertisement
2/6
‘পপকর্ন লাংস’ বা ‘ব্রঙ্কিওলাইটিস অবলিটেরানস’।ফুসফুসের বিরল রোগ। তবে কেন এই রোগের নাম ‘পপকর্ন লাংস’? আসলে পপকর্ন মাইক্রোওয়েভে তৈরির সময় ডায়াসিটাইল নামে একটি রাসায়নিক নির্গত হয়। ওই রাসায়নিক শরীরে গেলে ফুসফুসের সংক্রমণ হয়। তাই এর নাম ‘পপকর্ন লাংস’। অতিরিক্ত ধূমপান করেন যাঁরা, তাঁরাই এই রোগে ভুগতে পারেন।
advertisement
3/6
এই রোগ এখন যে কোনও বয়সের মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এর উপসর্গগুলি হল- কাঁপুনি দিয়ে জ্বর, বমি ভাব, দুর্বলতা, শ্বাসকষ্ট।
advertisement
4/6
আমেরিকায় বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। মূলত অতিরিক্ত ধূমপান করা ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রবণতা বাড়ছে।
advertisement
5/6
জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়েছিলেন এমন অনেকেও এই রোগের শিকার হচ্ছেন। এই রোগে আক্রান্ত হলে ফুসফুসের সমস্যা গুরুতর আকার ধারণ করছে খুব দ্রুত।
advertisement
6/6
ধূমপানের অভ্যেস থাকলে তা অবিলম্বে ত্যাগ করতে হবে। অনেক সময় এই রোগ প্রাণঘাতী হয়ে উঠছে। ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে আক্রান্ত ব্যক্তির। তাই আগে থেকে সাবধান!