TRENDING:

চুল ও ত্বকে কী কী প্রভাব ফেলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম? জানুন বিশদে

Last Updated:
এ নিয়ে বিশদে আলোচনা করেছেন Dermalinks-এর মেডিকেল হেড ড. বিদূষী জৈন (Vidushi Jain)। আসুন জেনে নেওয়া যাক!
advertisement
1/6
চুল ও ত্বকে কী কী প্রভাব ফেলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম? জানুন বিশদে
লিসিস্টিক ওভারি সিনড্রোম (Polycystic Ovary Syndrome) বা PCOS। মহিলাদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় এই ধরনের সমস্যা। হরমোনের সমস্যার জেরে শরীরে বাসা বাঁধে এই রোগ। ত্বক, চুল থেকে শুরু করে শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। মজার বিষয়টি হল, এর কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। আসলে উপসর্গ অনুযায়ী PCOS-এর চিকিৎসা করতে হয়। কিন্তু মহিলাদের চুল ও ত্বকে কী কী প্রভাব ফেলতে পারে পলিসিস্টিক ওভারি সিনড্রোম? কী ভাবেই বা চিকিৎসা করা যায়? এ নিয়ে বিশদে আলোচনা করেছেন Dermalinks-এর মেডিকেল হেড ড. বিদূষী জৈন (Vidushi Jain)। আসুন জেনে নেওয়া যাক!
advertisement
2/6
এক্ষেত্রে অ্যাকানথোসিস নিগ্রিক্যানস (Acanthosis Nigricans) নামে একটি স্কিন ডিজ-অর্ডার দেখা যায়। ত্বকের ভাঁজে ভাঁজে, বিশেষ করে বগল, ঘাড় বা থাইতে এই ধরনের সমস্যা দেখা যায়। এই ধরনের সমস্যা থেকে বাঁচতে ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। লো গ্লাইসেমিক খাবার, নিয়মিত শরীর চর্চার কথা বলা হয়। প্রয়োজনে TCA ট্যাবলেটও দেওয়া হয়।
advertisement
3/6
অনেক সময়ে অতিরিক্ত মাত্রায় হরমোন নিঃসরণের জেরে গাল, বুক, থাই বা স্তনের বোঁটার দিকে অংশের ত্বকে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সেরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লুবিনের (Serum Sex Hormone Binding Globulin) মাত্রা নিয়ন্ত্রণ করতে হয়। অনেকে ডায়েট ও ওজন নিয়ন্ত্রণের উপরে গুরুত্ব দেন।
advertisement
4/6
নানা ধরনের ব্রণ বা পিম্পলও দেখা যেতে পারে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রেই মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই ধরনের ইনফ্ল্যামেটরি সিনড্রোমের চিকিৎসা করতে তিন মাস পর্যন্ত সময় লেগে যায়। সংশ্লিষ্ট সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা ইনোসিটল, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ভিটামিন D-র সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
advertisement
5/6
অনেক সময়ে নাকের চারপাশে, ভ্রুর মাঝে ও কানের পিছনের দিকের ত্বক নষ্ট হয়ে যায়। অতিরিক্ত তেল নিঃসরণের জন্য ত্বকে ম্যালাসিজিয়া (Malaseezia) নামে এক ধরনের ছত্রাক বংশবিস্তার করতে শুরু করে। এর চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড (Salicylic Acid) বা কেটোকোনাজোল শ্যাম্পু (Ketoconazole Shampoo) ব্যবহার করা হয়।
advertisement
6/6
চুল পড়া বা পাতলা হয়ে যাওয়াও একটি বড় উপসর্গ। এক্ষেত্রে মিনোক্সিডিল থেরাপি ও প্লেটলেট প্লাজমা থেরাপির মাধ্যমে কিছুটা হলেও পরিস্থিতির সামাল দেওয়া যায়। আসলে PCOS এমন একটি ডিজঅর্ডার, যা শুধুমাত্র শরীরের হরমোনগুলি নয়, শরীরের মৌল বিপাকীয় হার ও প্রজনন প্রক্রিয়ারর উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। এটি রোগীর মানসিক স্বাস্থ্যকে দুর্বল করে দেয়। তাই সচেতনতা ও প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা একান্ত কাম্য
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
চুল ও ত্বকে কী কী প্রভাব ফেলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম? জানুন বিশদে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল