TRENDING:

মারাত্মক এই ক্ষতিগুলো এড়াতে এখনই বন্ধ করুন পাকা চুল টেনে তোলার বদ অভ্যাস

Last Updated:
Plucking grey hair: পাকা চুল টেনে তোলা ঠিক নয়
advertisement
1/7
পাকা চুল টেনে তোলার অভ্যাস থাকলে জানুন কী মারাত্মক ক্ষতি করছেন নিজের
আজকের প্রজন্মের বহুল প্রচলিত ও চর্চিত সমস্যার মধ্যে অন্যতম হল অল্প বয়সেই চুল পেকে যাওয়া বা অকালপক্বতা ৷ তারুণ্য তো বটেই ৷ কৈশোর, এমনকি, শৈশবেও চুল পেকে যাচ্ছে ৷ একাধিক কারণে এই সমস্যা দেখা যাচ্ছে ৷ একাধিক কারণ দায়ী এই সমস্যার জন্য ৷ চুল পেকে যাওয়ার কারণ চুলের গোড়ায় পিগমেন্টেশনের জন্য মেলানিনের উৎপাদন কমে যায়৷ ফলে কালো চুল সাদা হয়ে যায়৷
advertisement
2/7
কিন্তু কেন এই মেলানিনের যোগান কমে যায় ? তার মূল কারণ জিনগত ৷ পরিবারে অকালপক্বতার সমস্যা থাকলে প্রতি প্রজন্মেই এই সমস্যা দেখা দিতে পারে ৷ ভিটামিন ডি, ভিটামিন বি-১২র যোগান কমলেও চুল পেকে যেতে পারে বার্ধক্যের আগেই ৷
advertisement
3/7
শ্বেতীর মতো অসুখও চুল পেকে যাওয়ার কারণ হতে পারে ৷ এই অসুখে মেলানোসাইটস শরীর থেকে বিদায় নেয় ৷ এই মেলানোসাইটসের জন্যই মেলানিন উৎপন্ন হয় ৷ মেলানিন উৎপন্ন না হওয়ায় চুল অকালেই পেকে যায় ৷
advertisement
4/7
থাইরয়েড, অপর্যাপ্ত ঘুম, মানসিক উদ্বেগ-সহ একাধিক কারণ দায়ী থাকে অকালে চুল পেকে যাওয়ার পিছনে ৷ যে বয়সেই চুল পাকুক না কেন, বলা হয় পাকা চুল হাত দিয়ে টেনে না তুলতে ৷ তাতে নাকি আরও চুল পেকে যায়৷ কিন্তু সেটা ঠিক নয়৷
advertisement
5/7
পাকা চুল হাত দিয়ে টেনে তোলার কারণে মাথার অন্যান্য চুল পাকে না ৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে, আরও অন্যান্য কারণে পাকা চুল টেনে তোলা ঠিক নয় ৷ তার প্রধান কারণ টেনে পাকা চুল তুললে সেখানে ত্বক সংক্রমণ দেখা দিতে পারে ৷
advertisement
6/7
নিয়মিত পাকা চুল চুললে সংক্রমিত ত্বকে হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে ৷ ফলিকল নষ্ট হয়ে চুলের স্থায়ী ক্ষতি হতে পারে ৷ মাথার নির্দিষ্ট অমশ থেকে ক্রমাগত চুল তুলে গেলে দেখা দিতে পারে ট্রিকোটিলোম্যানিয়া ৷ তার থেকে দীর্ঘ স্থায়ী হতে পারে চুল পড়ার সমস্যা ৷
advertisement
7/7
হাত দিয়ে টেনে চুল তোলার প্রবণতা থাকলে মাথার কোনও কোনও অংশে স্থায়ী ভাবে চুল উঠে গিয়ে টাকও পড়ে যেতে পারে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মারাত্মক এই ক্ষতিগুলো এড়াতে এখনই বন্ধ করুন পাকা চুল টেনে তোলার বদ অভ্যাস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল