Healthy Lifestyle: যৌন সঙ্গম সুখের হয় ফোর প্লে-এর গুণে! সঙ্গিনীকে তৃপ্ত করতে জানুন এই বিশেষ আদরের কৌশল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Healthy Lifestyle: কখনও কখনও ইন্টারকোর্সের থেকেও মনোরম হয়ে ওঠে শারীরিক সম্পর্কের পূর্বরাগ বা ফোর প্লে৷ দু’জনের পছন্দ ও সম্মতিক্রমে ফোরপ্লে হলে তাতে অর্গ্যাজমও অধরা নয়
advertisement
1/8

মূল শারীরিক সম্পর্কের আগে দু’জনের প্রস্তুতির পর্বকে বলা হয় ফোর প্লে৷ ফোর বা Fore মানে হল আগে বা পূর্বে৷ মূল ম্যাচের আগে যেমন ওয়ার্ম আপ ম্যাচ থাকে, এও ঠিক তেমনই৷ ফোর প্লে-এর আদরের উপর অনেকটাই নির্ভর করে মূল যৌন সঙ্গমের তৃপ্তি৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে৷
advertisement
2/8
শারীরিক সম্পর্ক বা যৌন সঙ্গম সুখের হয় ফোর প্লে-এর গুণে৷ বলছেন সেক্সোলজিস্ট প্রফেসর ডক্টর সারাংশ জৈন৷ তাঁর মতে, ফোরপ্লে আপনার যৌনজীবনকে রোমাঞ্চকর করে তোলে৷ আবার অন্যদিকে, অতিরিক্ত ফোর প্লে যৌনজীবনে অতৃপ্তিরও কারণ৷ সে বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ৷
advertisement
3/8
যে কোনও জুটির ক্ষেত্রেই নারী ও পুরুষের যৌনচাহিদা ও এর প্রকাশের ধরন ও মাত্রা আলাদা৷ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষের উৎসাহ থাকে সম্পর্কের মূল অংশ বা ইন্টারকোর্সে৷ অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো৷ তাঁরা ইন্টারকোর্সের তুলনায় পছন্দ করেন ফোর প্লে৷
advertisement
4/8
মূল যৌন সম্পর্ক বা ইন্টারকোর্সের আগে ভালবাসার বহিঃপ্রকাশকেই বলা হয় ফোরপ্লে৷ ফোর অর্থাৎ মূল সম্পর্কের আগে উষ্ণতার খেলা৷ ইন্টারকোর্সকে উপভোগ্য করে তোলার পথ সুগম করে এই পর্ব৷
advertisement
5/8
কখনও কখনও ইন্টারকোর্সের থেকেও মনোরম হয়ে ওঠে শারীরিক সম্পর্কের পূর্বরাগ বা ফোর প্লে৷ দু’জনের পছন্দ ও সম্মতিক্রমে ফোরপ্লে হলে তাতে অর্গ্যাজমও অধরা নয়৷
advertisement
6/8
ফোর প্লে-এর উপকারিতাও অস্বীকার করা যায় না৷ শারীরিক ও মানসিক দু’দিক থেকেই সাহায্য করে ফোর প্লে৷মানসিক নৈকট্য আনে, সঙ্গীকে তৃপ্ত করার বিষয়ে আত্মবিশ্বাস গডে তোলে৷ কমে যায় মানসিক উদ্বেগও৷
advertisement
7/8
তবে ফোর প্লে করারও মানসিক প্রস্ততি দরকার৷ উপযুক্ত আলো ও সুবাসে ঘর করে তুলুন মায়াময়৷ প্রয়োজনে রাখুন ঠিকঠাক অ্যাকসেসরিজ৷ সঙ্গীর সঙ্গে চলতেই পারে দুষ্টুমিভরা প্রাপ্তবয়স্ক কথা৷ এ সবই আদতে শারীরিক সম্পর্কে তৃপ্তির অনুঘটক৷
advertisement
8/8
তবে ফোর প্লে-এর উপর খুব বেশি নির্ভর করবেন না৷ মূল পর্বের আগে এটা আপনার সঙ্গিনীকে উত্তেজিত করার উপায় মাত্র৷ অন্যান্য সমস্যার কারণে শারীরিক সম্পর্কের ইচ্ছে চলে গেলে কিন্তু ফোর প্লে-ও ব্যর্থ হবে৷ সেক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: যৌন সঙ্গম সুখের হয় ফোর প্লে-এর গুণে! সঙ্গিনীকে তৃপ্ত করতে জানুন এই বিশেষ আদরের কৌশল