Plastic Bottle Hazzards: রোজ প্লাস্টিকের বোতলে জল খান? সর্বনাশ! শরীরে টক্সিন ঢুকে ঝাঁঝরা করে দেবে শরীর, ব্লাড-প্রেশার বাড়বে লাগামছাড়া, যা বলছে গবেষণা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্লাস্টিকের বোতলভর্তি জলে গুঁড়ো প্লাস্টিকের কণা মিশে থাকে এমন তথ্য আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা বলছে, প্লাস্টিকের বোতল থেকে জল খেলে সেই প্লাস্টিকের কণাগুলি শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়
advertisement
1/6

অনেকেই পাস্টিকের জলের বোতল ব্যবহার করেন। কিন্তু এই প্লাস্টিকের জলের বোতলে লুকিয়ে আছে মারাত্মক ক্ষতি।
advertisement
2/6
দিনের পর দিন প্লাস্টিকের জলের বোতলে জল খাওয়া শরীরের জন্য ভাল নয়। জল ভর্তি জার অনেকক্ষণ বাইরে রোদে থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, জীবাণু জন্মায় জলে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক
advertisement
3/6
বহুদিন ধরে প্লাস্টিকের বোতলে জল খেলে সেই প্লাস্টিকের কণাগুলি শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়। প্লাস্টিকের কণা শরীরে ঢুকে রক্তে মিশতে থাকলে, রক্তচাপের হেরফের হতে বাধ্য। শরীরে টক্সিন বা দূষিত পদার্থের মাত্রাও বহুগুণে বেড়ে গিয়ে হার্টের সমস্যা হতে পারে।।
advertisement
4/6
চিকিৎসক আব্দুস সামাদ জানান, প্লাস্টিকে Biphenyl-A নামের একটি উপাদান থাকে। প্লাস্টিকের বোতল রোদে রাখলে বা গরমের সময় এই উপাদান জলের সঙ্গে দ্রুত গতিতে মেশে। এই উপাদান শরীরে ঢুকলে ডায়াবেটিস, মেদ, বন্ধ্যত্ব, মানসিক জটিলতার মতো নানা সমস্যা দেখা দেয়।
advertisement
5/6
প্লাস্টিকের বোতলে জল ভরে রাখলে, জলে যে সব রাসায়নিক মেশে সেগুলি রোগ প্রতিরোধ শক্তি কমিয়ে দিতে থাকে। ফলে বিভিন্ন অসুখের আশঙ্কা বাড়ে।
advertisement
6/6
প্লাস্টিকের বোতলে জল খেলে হতে পারে পেটের সমস্যাও। আসতে পারে হরমোনের ভারসাম্যহীনতা!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Plastic Bottle Hazzards: রোজ প্লাস্টিকের বোতলে জল খান? সর্বনাশ! শরীরে টক্সিন ঢুকে ঝাঁঝরা করে দেবে শরীর, ব্লাড-প্রেশার বাড়বে লাগামছাড়া, যা বলছে গবেষণা