Weekend Trip: হাতে মাত্র একদিন সময়? রাজবাড়ি থেকে 'মিনি সুন্দরবন'— মাত্র কয়েকশ টাকায় ঘুরে আসুন কলকাতার একদম কাছের এই শহর থেকে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: হাতে সময় কম কিন্তু জঙ্গল ও নদী পছন্দ? তবে টাকির গোলপাতা জঙ্গল আপনার জন্য সেরা গন্তব্য। ইছামতী নদীর ধারে ম্যানগ্রোভ বন, সীমান্ত সৌন্দর্য ও শান্ত প্রকৃতি মিলিয়ে একদিনের ছুটিতে ঘুরে আসার জন্য আদর্শ
advertisement
1/6

সুন্দরবনের টান তো কমবেশি সবারই আছে। কিন্তু সময়ের অভাবে বহু মানুষের পক্ষেই সেখানে কয়েকদিনের সফর সম্ভব হয়ে ওঠে না। ঠিক সেই সমস্যার সহজ সমাধান হতে পারে উত্তর ২৪ পরগনার টাকি। কলকাতার খুব কাছেই থাকা টাকির গোলপাতা জঙ্গল এখন পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘মিনি সুন্দরবন’ নামে।
advertisement
2/6
গোলপাতা জঙ্গলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ম্যানগ্রোভে ঘেরা নদীপথ, সবুজের রাজ্য আর নীরব প্রকৃতি। টাকির এই জঙ্গলও তার ব্যতিক্রম নয়। ইছামতী নদীর ধার ঘেঁষে বিস্তৃত এই এলাকা যেন সুন্দরবনেরই এক ছোট্ট প্রতিরূপ। শীতের সময় বা নতুন বছরের ছুটিতে একদিনের সফরের জন্য এই জায়গা একেবারে আদর্শ।
advertisement
3/6
যাতায়াত ব্যবস্থাও বেশ সহজ। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে উঠলে প্রায় দু’ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় টাকি স্টেশনে। সেখান থেকে টোটো বা অটোতে কয়েক মিনিটের মধ্যেই হাজির হওয়া যায় ইছামতী নদীর তীরে। নদীর ওপারেই চোখে পড়বে বাংলাদেশের গ্রাম— এত কাছে আন্তর্জাতিক সীমান্তের দৃশ্য দেখার সুযোগ কলকাতার আশপাশে খুব কম জায়গাতেই মেলে।
advertisement
4/6
টাকি শহরের পুরোনো রাজবাড়ি, ঐতিহ্যবাহী বাড়িঘর ঘুরে এরপর ঢুকে পড়া যায় গোলপাতা জঙ্গলে। ঘন ম্যানগ্রোভের ফাঁকে ফাঁকে সূর্যের আলো পড়ে তৈরি করে এক অপরূপ দৃশ্য। গোলপাতা, সুন্দরী, গেওয়া-সহ নানা প্রজাতির গাছের ছায়ায় ঢাকা এই বনভূমি প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেবে নিশ্চিতভাবেই।
advertisement
5/6
জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় নদীর ধারে। ইছামতীর শান্ত জল, ওপার বাংলার গ্রাম আর চারপাশের নীরবতা মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। ইচ্ছা করলে নৌকায় চেপে নদীর আরও কাছে গিয়ে উপভোগ করা যায় সীমান্ত এলাকার এই অনন্য সৌন্দর্য— যা একদিনের ভ্রমণেই বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয়।
advertisement
6/6
তবে মনে রাখতে হবে, টাকি একটি সীমান্তবর্তী শহর হওয়ায় ভ্রমণের সময় অবশ্যই বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা জরুরি। শীতের ছুটিতে কিংবা নতুন বছরের শুরুতে প্রকৃতি, ইতিহাস আর রোমাঞ্চ— সবকিছুর স্বাদ একসঙ্গে পেতে চাইলে টাকির গোলপাতা জঙ্গল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: হাতে মাত্র একদিন সময়? রাজবাড়ি থেকে 'মিনি সুন্দরবন'— মাত্র কয়েকশ টাকায় ঘুরে আসুন কলকাতার একদম কাছের এই শহর থেকে