TRENDING:

Pimple: ব্রণর ব্যথা-দাগে বিরক্ত! হেঁসেলের ৩ মশলার চা রোজ 'মাস্ট', ৭ দিনেই ঠিকরে পড়বে জেল্লা, ঝলমলে স্কিন বছরের পর বছর

Last Updated:
Pimple Acne Control Trips: শরীরে জমে থাকা ময়লা যদি না বেরোয়, তখনই মুখেও ব্রণ বেরোয়। ধনে-জিরের ও মৌরির তৈরি পানীয় ত্বকের এই সমস্যা কমাতে দারুণ উপযোগী।
advertisement
1/6
ব্রণর ব্যথা-দাগে বিরক্ত! হেঁসেলের ৩ মশলার চা রোজ মাস্ট, ৭ দিনে ঠিকরে পড়বে জেল্লা
*শরীরে জমে থাকা ময়লা যদি না বেরোয়, তখনই মুখেও ব্রণ বেরোয়। তাই নতুন স্কিন প্রডাক্টে টাকা নষ্ট না করে ডায়েটের দিকে নজর দেওয়ার উচিত।
advertisement
2/6
*অভিজ্ঞ রূপচর্চা বিশারদ সোমা দাস জানান, ধনে-জিরের ‘ম্যাজিক’ এই তিন মশলার তৈরি পানীয় ত্বকের সমস্যা কমাতে দারুণ উপযোগী। তাই নিয়মিত এই পানীয় পান ভাল।
advertisement
3/6
*এই তিন মশলাতেই নানা ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে। যা ত্বকের উপর অ্যান্টি-সেপটিক উপাদান হিসেবে কাজ করে।
advertisement
4/6
*যাদের তৈলাক্ত ত্বক, তাঁদের ডায়েটে ধনে, জিরে ও মৌরির চা অবশ্যই রাখা উচিত। এই চা ত্বক থেকে অতিরিক্ত সেবাম তৈরি নিয়ন্ত্রণ করে।
advertisement
5/6
*ত্বকের উপর কুলিং এফেক্ট এনে দেয় ধনে, জিরে ও মৌরির চা। এই পানীয় ব্রণর সমস্যা কমাতেও অনেকটা সহায়তা করে।
advertisement
6/6
*ধনে, জিরে ও মৌরির চায়ে ক্যালশিয়াম, জিঙ্ক, সেলেনিয়ামের মতো উপাদান রয়েছে। এগুলো দেহে হরমোনের ভারসাম্য এবং অক্সিজেন সমতা বজায় রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pimple: ব্রণর ব্যথা-দাগে বিরক্ত! হেঁসেলের ৩ মশলার চা রোজ 'মাস্ট', ৭ দিনেই ঠিকরে পড়বে জেল্লা, ঝলমলে স্কিন বছরের পর বছর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল