TRENDING:

Piles Problem: পাইলসের ব্যথায় চোখে জল আসে? যন্ত্রণা কিছুতেই কমছে না? রইল ৪ ম্যাজিক 'টোটকা', জানালেন চিকিৎসক

Last Updated:
Piles Problem: কী কারণে হতে পারে পাইলসের সমস্যা, কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, সমাধান কোন পথে? প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক প্রসেনজিৎ চৌধুরী।
advertisement
1/10
পাইলসের ব্যথায় চোখে জল আসে? যন্ত্রণা কমছে না? রইল ৪ ম্যাজিক 'টোটকা', জানালেন চিকিৎসক
পাইলস বা অর্শ রোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। কমবয়সিদের মধ্যেও ক্রমশ বাড়ছে এই সমস্যা। নেপথ্যে অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস, শরীরচর্চার অভাব-সহ আরও অনেক কারণ। মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলেই এই রোগে আক্রান্ত হয়।
advertisement
2/10
অনেকেরই সকালে উঠে শৌচালয়ের কাজ সারতে এতটাই সময় লাগে যে কাজে বেরোতে দেরি হয়ে যায়। দীর্ঘ দিন এ ভাবে চলতে থাকলে তা শুধু মানসিক শান্তির ব্যাঘাতই ঘটায় না, শরীরেও বাসা বাঁধতে পারে পাইলসের মতো জটিলতা।
advertisement
3/10
শুধু বয়স্কদের মধ্যেই নয়, ইদানীং কমবয়সিদের মধ্যেও বেড়েছে এই সমস্যা। অথচ বেশির ভাগ মানুষের মনেই এ নিয়ে খোলাখুলি কথা বলতে এক ধরনের অস্বস্তি কাজ করে। ফলে রোগও আরও জটিল হতে থাকে।
advertisement
4/10
কী কারণে হতে পারে পাইলসের সমস্যা, কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, সমাধান কোন পথে? প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক প্রসেনজিৎ চৌধুরী।
advertisement
5/10
পাইলস বা অর্শের থেকে যন্ত্রণাদায়ক রোগ খুব কমই আছে। অর্শের প্রধান উপসর্গ হল মলত্যাগের সঙ্গে বা পরে কাঁচা রক্তপাত। সঙ্গে মলত্যাগের সময়ে তীব্র যন্ত্রণা।
advertisement
6/10
চিকিৎসকের বিশ্বাসের মতে, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আনলেই পাইলস-এর থেকে রেহাই মেলে। জেনে নিন, কোন খাবারে পাইলস-এর থেকে রেহাই মিলবে--
advertisement
7/10
দ্রবণীয় ফাইবারে সমৃদ্ধ ফল ও শাকসবজি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এগুলি নিয়মিত খেলে অর্শ কমে। রোজের খাবারে রাখুন আলুবোখরা, নাসপাতি, আপেল, বার্লি, মিষ্টি আলু।
advertisement
8/10
অর্শের সমস্যা মেটাতে প্রচুর জল খান। পর্যাপ্ত জল শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
advertisement
9/10
গোটা শস্য থেকে তৈরি বিভিন্ন খাদ্য খেতে পারেন। ঢেঁকিতে ছাঁটা চাল খেতে পারেন। মলত্যাগে কখনও বেশি চাপ প্রয়োগ না করা, শৌচাগারে বেশি ক্ষণ না বসে থাকা এবং ওজন নিয়ন্ত্রণে রাখাই সমান ভাবে গুরুত্বপূর্ণ।
advertisement
10/10
এ ছাড়া, নিয়মিত ব্যায়ামের ফলে কোষ্ঠকাঠিন্য কমে। তাই রোজের জীবনে শরীরচর্চা করাও সুস্থ থাকার চাবিকাঠি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Piles Problem: পাইলসের ব্যথায় চোখে জল আসে? যন্ত্রণা কিছুতেই কমছে না? রইল ৪ ম্যাজিক 'টোটকা', জানালেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল