TRENDING:

remedy for Piles: পাইলসের অসহ্য যন্ত্রণা থেকে দেবে মুক্তি...এই সাধারণ আনাজেই লুকিয়ে রয়েছে ওষধু! ফেলবেন না পাতাও

Last Updated:
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি সব্জি নিয়ে, যার সব্জি এবং পাতা দুই-ই পাইলসের জন্য দুর্দান্ত উপকারী৷ এর ওষধি গুণ বলে শেষ করা যায় না৷ অথচ, আমরাই অনেকে এই সব্জি দেখে নাক সিঁটকাই৷
advertisement
1/8
পাইলসের অসহ্য যন্ত্রণা থেকে হবে মুক্তি...এই আনাজেই লুকিয়ে ওষধু! ফেলবেন না পাতাও
সুগার, প্রেশার হোক কী ইউরিক অ্যাসিড৷ এই সমস্ত শারীরিক সমস্যা নিয়ে অন্যের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে আমরা কেউই কুণ্ঠিত বোধ করি না৷ কিন্তু, পাইলস এমন একটা সমস্যা, যা বেশিরভাগ সময়েই মানুষ মুখ ফুটে প্রিয়জনেদের কাছেও বলে উঠতে পারেন না৷ অথচ, ঠিকসময়ে চিকিৎসা না করালে এই রোগ হয়ে উঠতে পারে মারাত্মক৷
advertisement
2/8
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি সব্জি নিয়ে, যার সব্জি এবং পাতা দুই-ই পাইলসের জন্য দুর্দান্ত উপকারী৷ এর ওষধি গুণ বলে শেষ করা যায় না৷ অথচ, আমরাই অনেকে এই সব্জি দেখে নাক সিঁটকাই৷
advertisement
3/8
বারবাঁকি জেলা হাসপাতালের চিকিৎসক অমিত ভার্মা (এমডি মেডিসিন) জানাচ্ছেন, পাইলসের জন্য এই বিশেষ সবজি খাওয়া খুবই উপকারী৷ এমনকি, শুধু পাইলসই নয়, এই সব্জি আরও নানা ধরনের রোগ প্রতিরোধে আমাদের শরীরকে সাহায্য করে৷ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷
advertisement
4/8
কথা হচ্ছে বিট নিয়ে৷ বিটের পাতা এবং বিট নিজেই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর ভিটামিন পাওয়া যায়। ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ফোলেটের ভাণ্ডার এই সব্জি৷ সাথে কম ক্যালোরি যুক্ত হওয়ায় আমাদের অনেক রোগ থেকে রক্ষা করে। এতে রয়েছে অনেক ঔষধি গুণ। কিন্তু, পাইলসের সমস্যা থাকলে কী ভাবে খাবেন এই বিট?
advertisement
5/8
কারও পাইলসের সমস্যা থাকলে প্রতিদিন সকালে খালি পেটে বিটের ক্বাথ পান করুন৷ এতে কোষ্ঠকাঠিন্য ও রক্ত পাইলসের উপশম হয়। এছাড়া বিটরুটের গুঁড়ো বানিয়ে ঘি দিয়ে সেবন করলেও পাইলসের উপশম হয়।
advertisement
6/8
দাঁতে ব্যথা বা মুখের ঘা হলে ৫ থেকে ৬টি বিটের পাতার ক্বাথ তৈরি করে দিনে দুবার গার্গল করলে দাঁতের ব্যথা ও মুখের ঘা সেরে যায়। চলে যায় নিঃশ্বাসের দুর্গন্ধও। কারও চুল বেশি পড়লে বিটের পাতার রস মাথায় লাগালে উপকার পাওয়া যায়। শুধু তাই নয়, বিটের পাতা পিষে হলুদের সঙ্গে মিশিয়ে মাথায় লাগালেও চুল পড়া কমে।
advertisement
7/8
সর্দি বা কাজের চাপের কারণে প্রায়শই মাথাব্যথা হয়ে থাকে আমাদের৷ এমন অবস্থায় ১-২ ফোঁটা বিটের রস নাকে দিলে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রতিটা মানুষের শরীর, রোগ এবং তার ধরন আলাদা৷ তাই কোনও নতুন কিছু প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
remedy for Piles: পাইলসের অসহ্য যন্ত্রণা থেকে দেবে মুক্তি...এই সাধারণ আনাজেই লুকিয়ে রয়েছে ওষধু! ফেলবেন না পাতাও
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল