Tarapith Temple Phalaharini Amavasya 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, তারাপীঠ মন্দিরে পুণ্যলগ্নে মহাপুজোর প্রস্তুতি তুঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tarapith Temple Phalaharini Amavasya 2024: জানুন ফলহারিনী আমাবস্যার কী গুরুত্ব,কেমন প্রস্তুতি চলছে জানুন তারাপীঠ এ।
advertisement
1/7

ফলহারিণী অমাবস্যায় বছরের অন্যান্য অমাবস্যার থেকে আলাদাভাবে পুজো করা হয় তারাপীঠ মন্দিরের মা তারাকে। তবে কেন এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে? এই বিষয়ে হয়তো অনেকের জানা নেই। ( প্রতিবেদন: সৌভিক রায়)
advertisement
2/7
জানা যায় এই আমাবস্যা তিথিতে মা কালী অথবা মা তারাকে মরশুমি ফল সহযোগে ভোগ নিবেদন করলে তাদের ইচ্ছাপূরণ হয়। মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর সেই কারণেই এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে।
advertisement
3/7
এই বছর ফলহারিণী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের ২২ তারিখ অর্থাৎ ইংরেজির জুন মাসের ৫ তারিখে। প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো হবে তারাপীঠে।
advertisement
4/7
ফলহারিণী অমাবস্যায় পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা। তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা।
advertisement
5/7
ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। মায়ের বিগ্রহকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়।
advertisement
6/7
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে তিনবার আরতি হয়ে থাকে প্রত্যেক বছর। একটি হচ্ছে সকালবেলায় মঙ্গল আরতি, তার পর সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি এবং মা তারার শয়নের আগে নিশি আরতি।
advertisement
7/7
মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। দুপুরের অন্নভোগে মা তারাকে পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস, সবজি, মাছের মাথা, শোল মাছ পোড়া, মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যার পর চলে বিশেষ পুজো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tarapith Temple Phalaharini Amavasya 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, তারাপীঠ মন্দিরে পুণ্যলগ্নে মহাপুজোর প্রস্তুতি তুঙ্গে