Petunia Plant Care Tips: খোসার ম্যাজিক-মন্ত্র! রঙ বেরঙের রাশি রাশি পিটুনিয়ায় ভরবে ছোট্ট গাছ! দেখা যাবে না পাতা! সাজি ভরে ফুল তুলুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Petunia Plant Care Tips: এই সহজ টিপসে প্রচুর ফুল তো ফুটবেই৷ শীত পেরিয়ে বসন্ত পর্যন্ত মিলবে ফুলের বাহার
advertisement
1/7

শীতে বাগানের শোভা বাড়াতে রঙ বেরঙের পিটুনিয়া ফুলের তুলনা নেই৷ সামান্য যত্নেই গাছ ভরে ফুল ফোটে৷ অনেকেই বলেন পিটুনিয়া গাছে কিছুতেই ফুল ফুটছে না৷ জানুন মুশকিল আসান টিপস৷
advertisement
2/7
এই সহজ টিপসে প্রচুর ফুল তো ফুটবেই৷ শীত পেরিয়ে বসন্ত পর্যন্ত মিলবে ফুলের বাহার৷
advertisement
3/7
পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে হবে। মাথায় বেশি বাড়তে দেওয়া যাবে না। বরং সাইডের দিকে ঝাঁকড়া করে তুলতে হবে।
advertisement
4/7
পিটুনিয়াগাছকে বেশি লম্বা করতে দেওয়া যাবে না। আগার অংশে নিয়মিত পিঞ্চিং করে যেতে হবে। তাহলে চারদিক দিয়ে নতুন শাখাপ্রশাখা বার হবে।
advertisement
5/7
পিঞ্চিংয়ের পর জৈব তরল সার দিন। বিভিন্ন তরিতরকারির খোসার সঙ্গে সর্ষের খোলপচা জল মিশিয়ে ও মজিয়ে জৈব সার তৈরি করা যায়।
advertisement
6/7
গাছ বসানোর পর প্রথম দিন দশেক ছায়ায় রাখুন পিটুনিয়া চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটি ভিজে থাকলে পরদিন আর জল দেবেন না। তবে ছায়া মানে কিন্তু অন্ধকার নয়, সরাসরি রোদ যেন না লাগে।
advertisement
7/7
এই সহজ টিপসগুলি মানলেই হবে৷ পিটুনিয়া ফুলের ভারে ভরবে আপনার গাছ৷ দেখতে পাবেন না পাতা৷ সাজি ভরে যাবে নানা রঙের ফুলে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Petunia Plant Care Tips: খোসার ম্যাজিক-মন্ত্র! রঙ বেরঙের রাশি রাশি পিটুনিয়ায় ভরবে ছোট্ট গাছ! দেখা যাবে না পাতা! সাজি ভরে ফুল তুলুন