TRENDING:

Pet Care-Vaccination: পোষা কুকুর বা বিড়ালকে ঠিক কোন বয়সে, কত দিন অন্তর ভ্যাকসিন দিতে হয়? জানুন চিকিৎসকের মত

Last Updated:
Pet Care-Vaccination: সঠিক সময়ে পোষা কুকুর বা বিড়ালকে যদি টিকা না দেন ঘটতে পারে বড় বিপদ! সন্তান-সম পোষ্যকে সুস্থ রাখতে জানুন চিকিৎসকের মত
advertisement
1/8
কুকুর-বিড়ালকে ঠিক কোন বয়সে, কত দিন অন্তর ভ্যাকসিন দিতে হয়? জানুন চিকিৎসকের মত
বর্তমানে শহরাঞ্চলে প্রতিটি বাড়িতে বিড়াল কিংবা কুকুর রাখা যেন একটা ট্রেডিশন হয়ে গেছে। শহর অঞ্চলের অনেকেই নিজের বাড়িতে পোষা প্রাণী রাখতে ভালবাসেন। সময় গড়ানোর সঙ্গে বাড়ির এই প্রাণীগুলো যেন আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। তবে পুষলেই তো হবে না, এই প্রাণীর গুলোর মানুষের মতোই চাই সঠিক যত্ন। photo source collected 
advertisement
2/8
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে টিকা দেওয়া। জলাতঙ্ক, ডিপথেরিয়া, ফ্লুর মতো কিছু রোগ আছে, যেগুলো পশু থেকে মানুষে কিংবা মানুষ থেকে পশুতে ছড়াতে পারে। তা ছাড়া শিশুরা পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল বা কুকুরের সঙ্গে খেলতে পছন্দ করে। খেলতে খেলতে অনেক সময় গায়ে আঁচড় বসিয়ে দিতে পারে এসব প্রাণী। photo source collected 
advertisement
3/8
এক্ষেত্রে আপনার বাড়িতে পোষা বিড়াল কিংবা কুকুরকে কতদিন অন্তর অন্তর টিকা দেবেন ? এ ব্যাপারে কী বলছেন পশু বিশেষজ্ঞ ডক্টর সুদীপ নন্দী? জেনে নিন photo source collected 
advertisement
4/8
নিজের পোষ্য প্রাণীটিকে অবশ্যই টিকাকরণ প্রয়োজন ।কুকুরের মধ্যে জলাতঙ্ক, ক্যানাইন পারভো ভাইরাস, ক্যানাইন করোনা ভাইরাস, ক্যানাইন ডিস্টেম্পার, ইনফ্লুয়েঞ্জা সহ বেশ কিছু রোগ দেখা যায়। সঠিক সময়ে এই রোগের টিকাকরণ না করালে আপনার পোষ্য কুকুর ছানাটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এ ক্ষেত্রে পোষ্য কুকুরটির বয়স ৬ থেকে ৮ সপ্তাহ হলেই কুকুরটিকে প্রথম টিকাকরণ করাতে হবে। photo source collected
advertisement
5/8
দ্বিতীয় টিকা হবে প্রথম টিকার ঠিক ২১ দিন পর। এক্ষেত্রে আপনার কুকুরের বয়স ১৬ সপ্তাহ বা তার চেয়ে বেশি হয়ে থাকলে এর মাঝে কোর বা প্রাইমারি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। বাড়তি সচেতনতার জন্য সেকেন্ডারি বেশকিছু ভ্যাকসিন দেওয়া হয়। photo source collected 
advertisement
6/8
ড:সুদীপ নন্দী আরও জানান, বিড়ালের মধ্যেও ঠিক একইভাবে কিছু রোগ দেখা যায় ফেডিং কিটেন সিনড্রোম, ফেলাইন লিউকেমিয়া ভাইরাস সহ আরও বেশ কিছু রোগ। এক্ষেত্রে বিড়ালকেও ঠিক একই ভাবে ছয় থেকে আট সপ্তাহ বয়সে প্রথম টিকা দিতে হবে।photo source collected 
advertisement
7/8
তারপর ২১ দিন পরে বুস্টার দিতে হবে । তারপর তিন মাসের মাথায় জলাতঙ্ক রোগের রেবিস ভ্যাকসিন দিতে হবে। এই রেবিস ভ্যাকসিন বিড়ালকে জলাতঙ্ক রোগ থেকে রক্ষা করবে।photo source collected 
advertisement
8/8
তবে বিড়ালের জন্য ভিন্ন ভিন্ন টিকা থাকলেও কুকুরের জন্য একটি মাত্র "কোর ভ্যাকসিনই " যথেষ্ট। সঠিক সময় ও পর্যাপ্ত টিকার মাধ্যমেই আপনার পোষ্য প্রাণীটির সু সুস্বাস্থ্য বজায় থাকবে এতে করে পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ থাকবে। (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pet Care-Vaccination: পোষা কুকুর বা বিড়ালকে ঠিক কোন বয়সে, কত দিন অন্তর ভ্যাকসিন দিতে হয়? জানুন চিকিৎসকের মত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল