TRENDING:

Pesticides in Fruits and Vegetables: 'পেসটিসাইড'-এ ক্যানসারের বীজ, কমছে প্রজনন ক্ষমতা,কোন ফল ও সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন? জানাচ্ছে গবেষণা

Last Updated:
U.S. Department of Agriculture and the Food and Drug Administration-এর তরফে চালানো একটি সমীক্ষা চালানো হয়। ৪৬ রকম বিভিন্ন ফল ও সবজির ৪৬০০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দেখা যায়, এমন ১২ টি ফল ও সবজি রয়েছে, যাদের মধ্যে কীটনাশকের পরিমাণ সবচাইতে বেশি
advertisement
1/9
'পেসটিসাইড'-এ ক্যানসারের বীজ, কমছে প্রজনন ক্ষমতা,কোন ফল ও সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি?
এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) প্রতি বছর এমন ১২টি ফল ও সবজির একটি তালিকা প্রকাশ করে, যেগুলিতে কীটনাশকের অবশিষ্টাংশের মাত্রা সবচেয়ে বেশি থাকে। এই তালিকাটিকে ইডব্লিউজি “ডার্টি ডজন” নামে অভিহিত করে। U.S. Department of Agriculture and the Food and Drug Administration-এর তরফে চালানো একটি সমীক্ষা চালানো হয়। ৪৬ রকম বিভিন্ন ফল ও সবজির ৪৬০০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দেখা যায়, এমন ১২ টি ফল ও সবজি রয়েছে, যাদের মধ্যে কীটনাশকের পরিমাণ সবচাইতে বেশি।
advertisement
2/9
Centers for Disease Control and Prevention -এর মতে, কীটনাশকের প্রভাবে মিসক্যারেজ হতে পারে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। জন্মের সময় সদ্যোজাতর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে গঠনগত নানা ত্রুটি হতে পারে। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়
advertisement
3/9
পালং-- ৭৬ শতাংশ পালং শাকের নমুনায় কীটনাশক মিলেছে। পাশাপাশি পালং শাকে রয়েছে পারমেথ্রিন নামক নিউরোটক্সিক কীটনাশক যা মানুষের জন্য বিষাক্ত।
advertisement
4/9
গবেষণায় দেখা গিয়েছে, স্ট্রবেরির মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক থাকে। Environmental Working Group (EWG)-এর সমীক্ষায় দেখা গিয়েছে, স্ট্রবেরি স্যাম্পেলের ৩০ শতাংশের মধ্যে ১০ টি বা তার বেশি সংখ্যায় কীটনাশক রয়েছে।
advertisement
5/9
পিচ ও ন্যশপাতি-- Environmental Working Group (EWG)-এর তথ্য বলছে, ৯৯ শতাংশ পিচের নমুনায় কীটনাশক মিলেছে। ৬৩ শতাংশ পিয়ারের নমুনায় কীটনাশক রয়েছে।
advertisement
6/9
গবেষণায় দেখা গিয়েছে, চেরি, জাম, অ্যাভোকাডো, আনারস, তরমুজ-এর মত ফলেও থাকে বিষাক্ত কীটনাশক।
advertisement
7/9
বিনস-- Environmental Working Group (EWG)-এর সমীক্ষায় দেখা গিয়েছে,বিনসের নমুনার মধ্যে ৯০ শতাংশেই কীটনাশক মিলেছে।
advertisement
8/9
অন্যদিকে, সবজির মধ্যে বেল পেপার, সুইট কর্ন, পেঁয়াজ, পেঁপে, মটরশুঁটি, মাশরুম, মিষ্টি আলুতেও থাকে কীটনাশক। তবে পরিমাণে অনেকটাই কম।
advertisement
9/9
The Dirty Dozen: 12 Foods That Are High in Pesticides
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pesticides in Fruits and Vegetables: 'পেসটিসাইড'-এ ক্যানসারের বীজ, কমছে প্রজনন ক্ষমতা,কোন ফল ও সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন? জানাচ্ছে গবেষণা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল