TRENDING:

Personality Test: How you Hold Smartphone: আপনি কীভাবে ফোন ধরেন? সেটাই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান! প্রেমিক বা প্রেমিকা হিসেবে কতটা ভাল! দেখুন তো আপনার সঙ্গে মিলল কিনা

Last Updated:
Personality Test: How you Hold Smartphone: জানেন কি আপনি কীভাবে ফোন ধরেন সেটা বলে দেয় আপনি কেমন মানুষ৷ কতটা আপনার বুদ্ধি৷ প্রেমিক বা প্রেমিকা হিসেবে আপনি কেমন৷
advertisement
1/11
আপনি কীভাবে ফোন ধরেন? সেটা বলে দেবে আপনি কত বুদ্ধিমান! প্রেমে কতটা লাকি? জানুন
স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ৷ স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট সংযোগ ছাড়া আমরা এক মুহূর্ত কাটানোর কথা ভাবতেই পারি না৷
advertisement
2/11
কিন্তু জানেন কি আপনি কীভাবে ফোন ধরেন সেটা বলে দেয় আপনি কেমন মানুষ৷ কতটা আপনার বুদ্ধি৷ প্রেমিক বা প্রেমিকা হিসেবে আপনি কেমন৷
advertisement
3/11
অনেকে এক হাতে ফোন ধরে বুড়ো আঙুল দিয়ে নেভিগেট বা স্ক্রোল করেন৷ তাঁরা খুবই আত্মবিশ্বাসী৷ ঝুঁকি নিতে ভালবাসেন৷ ভয় পান না চ্যালেঞ্জে৷ সাফল্য উপভোগ করতে পারেন৷ স্বাধীনচেতা এই ধরনের মানুষ চাপের মুখেও শান্ত থাকেন৷
advertisement
4/11
প্রেমের ক্ষেত্রেও এই ধরনের মানুষ মেপে খেলেন৷ উল্টোদিকের মানুষ আপনার সঙ্গে মানাতে পারবেন কিনা সেটা ভেবে নেন৷ তার পরই প্রেমে নিজেকে মেলে ধরেন৷
advertisement
5/11
যাঁরা এক হাতে ফোন ধরে অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে নেভিগেট করেন, তাঁরা খুব অ্যানালিটিক্যাল৷ সমস্যা সমাধান করতে দক্ষ৷ জীবনে জ্ঞান এবং যুক্তি দিয়ে জীবনে চলেন৷ তীক্ষ্ণ যুক্তিজালের সামনে কেউ দাঁড়াতে পারেন না৷
advertisement
6/11
প্রেমের ক্ষেত্রে আবার এঁরা খুব আবেগী৷ হৃদয়ের কাছাকাছি কেউ এলে তড়িঘড়ি মন দিয়ে দেন৷ দ্রুত সিদ্ধান্ত নেন৷
advertisement
7/11
যাঁরা দু’ হাতে ফোন অপারেট করেন তাঁরা খুবই দক্ষ এবং মানিয়ে নিতে সক্ষম হন৷ দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে যুঝতে পারেন৷ মানসিক দৃঢ়তা দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হন৷ আপনার উপর ভরসা করতে পারেন অন্যরা৷
advertisement
8/11
প্রেমের ব্যাপারে আপনি নিজেকে প্রকাশ করেন না বাস্তববুদ্ধির জন্য৷ অন্যের প্রতি ভাললাগা বা ভালবাসা প্রকাশ করতে চান না৷ মনের আবেগ আপনাকে আরও কাছাকাছি নিয়ে যায় প্রিয়জনের৷
advertisement
9/11
অনেকে এক হাতে ফোন ধরে অন্য হাতের শুধুমাত্র তর্জনী দিয়ে ফোন অপারেট করেন৷ তাঁরা ছকভাঙা চিন্তাভাবনা করতে পারেন৷ একা কাজ করতে পারেন৷ খুব সৃষ্টিশীল হন৷ উদ্ভাবনী শক্তিতে মুগ্ধ করেন বাকিদের৷
advertisement
10/11
প্রেমের ক্ষেত্রে তাঁরা লাজুক হন প্রথমে৷ ধাপে ধাপে নিজেকে মেলে ধরেন৷ একবার মন খুলে মিশলে তাঁরা খুবই রঙিন৷ তাঁদের নিজস্বতা অনন্য৷
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Test: How you Hold Smartphone: আপনি কীভাবে ফোন ধরেন? সেটাই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান! প্রেমিক বা প্রেমিকা হিসেবে কতটা ভাল! দেখুন তো আপনার সঙ্গে মিলল কিনা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল