TRENDING:

Personality Test: সবসময় পিছনে হাত দিয়ে দাঁড়ান? হাতটা কীভাবে রাখেন? আপনার এই ভঙ্গিই বলবে ব্যক্তিত্বের গোপন দিক

Last Updated:
Personality Test: মানুষের ব্যক্তিত্বের বিকাশ হতে শুরু করে খুব ছোটবেলায়। তাছাড়া এর সঙ্গে জড়িয়ে থাকে জিনও। ব্যক্তিত্বের প্রকাশ বেশির ভাগ সময়ই মানুষের অঙ্গভঙ্গীর মধ্যে দেখা যায়।
advertisement
1/9
সবসময় পিছনে হাত দিয়ে দাঁড়ান? আপনার এই ভঙ্গিই বলবে ব্যক্তিত্বের গোপন দিক
মানুষের ব্যক্তিত্বের বিকাশ হতে শুরু করে খুব ছোটবেলায়। তাছাড়া এর সঙ্গে জড়িয়ে থাকে জিনও। ব্যক্তিত্বের প্রকাশ বেশির ভাগ সময়ই মানুষের অঙ্গভঙ্গীর মধ্যে দেখা যায়।
advertisement
2/9
অনেকেই পিঠের দিকে হাত ভাঁজ করে রাখেন। এই ভঙ্গীর উপর নির্ভর করছে কোনও মানুষের ব্যক্তিত্বের দিকটি। আসলে এই ভঙ্গী মানুষের চরিত্রের একটি নীরব বার্তা বহন করে আনে। বাহু এবং হাতের ভঙ্গী দেখে বোঝা যেতে পারে কারও মনোভাব বা চরিত্র কেমন হতে পারে।
advertisement
3/9
সাধারণত মানুষ দু’ভাবে শরীরের পিছনে দু’হাত রেখে থাকে।প্রথমত, পিঠের পিছন দিকে নিয়ে গিয়ে একটি হাতের তালু দিয়ে অন্য হাতটি ধরে থাকেন অনেকে। কারও এমন স্বভাব থাকলে সহজেই বোঝা সম্ভব তাঁর ব্যক্তিত্ব কী বার্তা দিতে চাইছে।
advertisement
4/9
সাধারণত এমন ভঙ্গী মানুষ যখন করেন তখন হয় তিনি আত্মমগ্ন থাকেন, অথবা খুব শিথিল মনোভাব বহন করেন। যাঁরা পিঠের পিছনে নিয়ে গিয়ে একটি হাতের তালু অন্য হাত দিয়ে ধরে থাকেন, তাঁরা সাধারণত আত্মবিশ্বাসী এবং স্বাধীনতাকামী স্বভাবের হয়ে থাকেন। এমন ভঙ্গী আত্মবিশ্বাস আর স্বাধীনতাকেই চিহ্নিত করে।
advertisement
5/9
সাধারণত মানুষ যখন এই ভাবে দাঁড়ান নিজের দুই পায়ের উপর, তখন তাঁরা মোটেই চিন্তিত নন অন্যরা কী বলছে না বলছে, তা নিয়ে। বোঝাই যায় তিনি শুধু নিজের কথাই ভাবছেন। এই ভঙ্গীর সঙ্গে একটা স্বস্তির বোধ জড়িয়ে থাকে।
advertisement
6/9
দ্বিতীয়ত, কেউ কেউ পিঠের পিছনে দু’হাত রেখে আঁকড়ে ধরেন, অর্থাৎ একটি হাত দিয়ে অন্য হাতের কনুইয়ের উপরের অংশ ধরে থাকেন।
advertisement
7/9
এমন হলে বোঝা যেতে পারে তিনি খানিকটা কুণ্ঠা অনুভব করছেন। যেন বাইরের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি খুব বেশি জায়গা দখল করে রাখছেন না।
advertisement
8/9
এই ভঙ্গী আত্মবিশ্বাসের অভাবকেই চিহ্নিত করে। অথবা, হয়তো তিনি নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, নিজের মধ্যে নিরাপত্তা খুঁজছেন। কেউ যত শক্ত করে এবং যত বেশি উচ্চতায় তাঁর বাহু আঁকড়ে ধরেন, ততই স্নায়ুগুলি উত্তেজিত হয়। এটি অস্থিরতা, হতাশা বা মানসিক চাপের একটি চিহ্ন বহন করে।
advertisement
9/9
সাধারণত অন্তর্মুখী বা চিন্তাশীল স্বভাবের মানুষেরা এমন করতে পারেন। এঁরা নিজেরা কথা না বললেও অন্যদিকে খেয়াল রাখতে ভালবাসেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Test: সবসময় পিছনে হাত দিয়ে দাঁড়ান? হাতটা কীভাবে রাখেন? আপনার এই ভঙ্গিই বলবে ব্যক্তিত্বের গোপন দিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল