North Bengal Trip: উঁচু পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা এই জায়গা পর্যটকদের চুম্বকের মতো টানে, পুজোয় ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Bengal Trip: চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া বাতাস, নদীর কুলু কুলু শব্দ।পাহাড়ের কোলে বসে সূর্যাস্ত, আর গ্রামের মানুষদের হাতে লোকাল খাবারের স্বাদ পেতে আপনাকে আসতেই হবে এখানে।
advertisement
1/7

*পাহাড়-নদী-জঙ্গল ঘেরা উত্তরবঙ্গ। এখানে আসলেই মানুষের মাথায় সবার প্রথমেই যার কথা মাথায় আসে সেটা হল পাহাড়। আর এবার সেই উত্তরবঙ্গের পর্যটনে নয়া পালক জুড়ল, কার্শিয়াং ডিভিশনের পানিঘাটা রেঞ্জ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*ছুটির দিন হোক বা উইকেন্ড বন্ধু-বান্ধবের সঙ্গে পাহাড়ি নদীতে স্নান থেকে শুরু করে পরিবারের সঙ্গে পাহাড়ে বসে এক কাপ চা হাতে পাহাড়ের শান্ত শীতল পরিবেশে হারিয়ে যাওয়া সবটাই যেন এক অন্যরকম পাওনা। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*শিলিগুড়ি থেকে একদম কাছে চারিদিকে পাহাড়ে ঘেরা পানিঘাটা বাজার থেকে একটু নিচে বালাসন নদীর ধারে পানিঘাটা রিভারফ্রন্ট ইকো ট্যুরিজম পার্ক। যেখানে নদীর ধারে বসে গ্রামের মানুষের হাতের লোকাল খাবারের স্বাদ অনুভব করতে করতে আপনি চারিদিকে পাহাড়ে ঘেরা প্রকৃতির মজা উপভোগ করতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*কীভাবে পৌঁছবেন? শিলিগুড়ি থেকে যদি যেতে চান, তাহলে মাটিগাড়া খাপরাইল বাজার হয়ে মিরিক রোড ধরে সোজা পৌঁছে যাবেন দুধিয়ার আগে পানিঘাটা বাজারে। সেখান থেকে কিছুটা পাহাড়ি রাস্তা বেয়ে ঠিক পানিঘাটা পুলিশ স্টেশনের পাশ দিয়ে আপনি আপনার এই পছন্দের ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*আপনি যদি বাগডোগরা হয়ে যান তাহলে জংলি বাবা মন্দির হয়ে জঙ্গলের রাস্তা ধরে আপনি সোজা পৌঁছে যাবেন এই পানিঘাটা বাজারে সেখান থেকেই নিচের বালাসন নদীর দিকে একটি রাস্তা নেমে যাবে। সেই রাস্তায় এক কিলোমিটার যাওয়ার পরেই আপনি পৌঁছে যাবেন পানিঘাটা রিভার ফ্রন্ট ইকো টুরিজম পার্কে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*গ্রামের মানুষকে আত্মনির্ভর করে তুলতে খোলা হয়েছে পাঁচটি দোকান। এ ছাড়াও নদীর ধারে খরের চালা দেওয়া ছোট্ট ছোট্ট বসার জায়গা। প্রকৃতির মাঝেই নদীর ধারে গড়ে উঠেছে সুইমিংপুল। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া বাতাস, নদীর কুলু কুলু শব্দ। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*পাহাড়ের কোলে বসে সূর্যাস্ত, আর গ্রামের মানুষদের হাতে লোকাল খাবারের স্বাদ পেতে আপনাকে আসতেই হবে এই জায়গায়। তাই উইকেন্ডে ভালবাসার সঙ্গীকে নিয়ে একবার ঘুরে আসুন এই জায়গায় মন ভাল হবে নিশ্চিত। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: উঁচু পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা এই জায়গা পর্যটকদের চুম্বকের মতো টানে, পুজোয় ঘুরে আসুন