TRENDING:

Benefits of Peanuts: প্রেমের সঙ্গী এক ঠোঙা চিনেবাদামেই রোগমুক্তি! জানুন এর অঢেল উপকারিতা

Last Updated:
Benefits of Peanuts: মুখরোচক হওয়ার পাশাপাশি এই বাদাম শরীরের জন্যেও অত্যন্ত গুরুত্পূর্ণ
advertisement
1/9
প্রেমের সঙ্গী এক ঠোঙা চিনেবাদামেই রোগমুক্তি! জানুন এর অঢেল উপকারিতা
চিনেবাদাম বাঙালির একান্ত পছন্দের। প্রেমের অবসর থেকে লম্বা বাস অথবা ট্রেনসফরের সঙ্গী এক ঠোঙা চিনেবাদাম। মুখরোচক হওয়ার পাশাপাশি এই বাদাম শরীরের জন্যেও অত্যন্ত গুরুত্পূর্ণ।
advertisement
2/9
কেক, ডেজার্ট, স্ন্যাক্স-সহ নানা খাবারে ব্যবহার করতে পারেন পিনাট বাটার। প্রোটিনে ভরপুর চিনাবাদামের গুণের শেষ নেই। জাপান পাবলিক হেল্থ সেন্টার তুলে ধরেছে এর গুণের কথা।
advertisement
3/9
চিনাবাদামে প্রচুর প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিনের ভাণ্ডার হিসেবে প্রোটিন অতুলনীয়। তবে এই বাদামে থাকা কোনারাচিন, অ্যারাচিন নামে দুই প্রোটিনমূলক উপাদান অ্যালার্জির কারণও হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
advertisement
4/9
চিনাবাদামে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম। এই বাদামের গ্লাইসেমিক ইনডেক্সও সীমিত। প্রোটিন ও ফ্যাট বেশি। তাই মধুমেহ রোগীরা ডায়েটে রাখুন চিনাবাদাম।
advertisement
5/9
চিনাবাদাম ডায়েটরি অ্যান্টি অক্সিড্যান্ট। অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
advertisement
6/9
চিনাবাদাম ডায়েটরি অ্যান্টি অক্সিড্যান্ট। অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
advertisement
7/9
পেশিশক্তি, উ‍ৎসেচক ক্রিয়া, হৃদযন্ত্রের কাজ এবং শক্তি উৎপন্নের উৎস হিসেবে ম্যাগনেসিয়াম উপকারী৷ সেই উপাদানও চিনেবাদামে প্রচুর৷
advertisement
8/9
কোষ বিভাজনে উপকারী ফোলেট সাহায্য করে সুস্থ, সমস্যাহীন প্রেগন্যান্সিতেও৷ চিনাবাদামে প্রচুর পরিমাণে ফোলেট আছে৷
advertisement
9/9
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লোহিত রক্তকণিকা তৈরিতে কপার বা তাম্রকণা গুরুত্বপূ্র্ণ৷ চিনেবাদামে প্রচুর পরিমাণে কপার আছে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Peanuts: প্রেমের সঙ্গী এক ঠোঙা চিনেবাদামেই রোগমুক্তি! জানুন এর অঢেল উপকারিতা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল