Patol Side Effects: যতই লাগুক লোভ, ভুলেও ‘পটল’ খাবেন না এঁরা! খেলেই ‘দফারফা’ শরীরের! চরম ক্ষতিতে ‘ঝাঁঝরা’ দেহ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Patol Side Effects:এত উপকারিতা সত্ত্বেও পটলের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সে বিষয়েও সতর্কতা নিতে হবে। বেশি পটল খেলে কী কী হয়,জানুন
advertisement
1/7

গরমকাল মানেই বাঙালির হেঁশেলে পটলের সাম্রাজ্য। ভাজা, তরকারি থেকে দোলমা-আমিষ নিরামিষ নানা পদে খাওয়া যায় এই সবজি। দামে সস্তা এই সবজি উপকারিতার ভান্ডার। কত রকম সে উপকারিতা পাওয়া যায়, বলে শেষ করা যায় না।
advertisement
2/7
পটল হজমশক্তি বাড়িয়ে তোলে। কোষ্ঠকাঠিন্য সারিয়ে দেয়। ব্লাড সুগার নিয়ন্ত্রণেও খুব উপকারী এই সবজি। ওজন কমাতে উপকারী পটল রাখুন ডায়েটিং-ডায়েটেও। রক্ত শোধন করা পটল রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ইনফ্লুয়েঞ্জা,জন্ডিসের ঘরোয়া টোটকা পটলের খাদ্যগুণে চেহারায় বয়সের ছাপ পড়ে না।
advertisement
3/7
এত উপকারিতা সত্ত্বেও পটলের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সে বিষয়েও সতর্কতা নিতে হবে। বেশি পটল খেলে কী কী হয়,জানুন। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
4/7
বেশি পটল খেলে পেট ফাঁপা, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। যাঁদের বমি, মাথাধরার মতো উপসর্গ যখন তখন হয়, তাঁরা এই সবজি অতিরিক্ত খাবেন না।
advertisement
5/7
আয়ুর্বেদ অনুযায়ী, যাঁদের শরীরে জল জমার প্রবণতা আছে, তাঁরা পটল এড়িয়ে চলুন। কারণ এই সবজিতে জলের পরিমাণ খুবই বেশি।
advertisement
6/7
অতিরিক্ত পটল খেলে পেটে ক্র্যাম্প, ডায়রিয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে।
advertisement
7/7
তবে সার্বিকভাবে তুল্যমূল্য বিচার করলে পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতির থেকে পটলের উপকারিতাই বেশি। তাই ডাক্তারের তরফে নিষেধাজ্ঞা না থাকলে গরমে ভারসাম্য রেখে খেতেই পারেন পটল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Patol Side Effects: যতই লাগুক লোভ, ভুলেও ‘পটল’ খাবেন না এঁরা! খেলেই ‘দফারফা’ শরীরের! চরম ক্ষতিতে ‘ঝাঁঝরা’ দেহ