Parsva Ekadashi 2023: আজ ও কাল পবিত্র পার্শ্ব একাদশী, জানুন পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথিতে কী করবেন, কী করবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Parsva Ekadashi 2023: এই তিথি পরিচিত পরিবর্তিনী একাদশী বা পদ্ম একাদশী নামেও
advertisement
1/9

বৈষ্ণব মতে বিশ্বাসীদের কাছে অন্যতম পবিত্র ও পুণ্যতিথি হল পার্শ্ব একাদশী। এই তিথি পরিচিত পরিবর্তিনী একাদশী বা পদ্ম একাদশী নামেও।
advertisement
2/9
এই তিথি ব্রতধারীরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। পালন করেন উপবাস ব্রত।
advertisement
3/9
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর পার্শ্ব একাদশী পালিত হবে ২৫ এবং ২৬ সেপ্টেম্বর। অর্থাত সোমবার এবং মঙ্গলবার।
advertisement
4/9
প্রচলিত বিশ্বাস, এই তিথি পালন করলে বছরভর ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর। সংসারে আসে সুখ ও সমৃদ্ধি।
advertisement
5/9
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সোমবার ২৫ সেপ্টেম্বর একাদশী তিথি থাকবে সকাল ৭.৫৬ থেকে শেষরাত্রি ৫.০১ পর্যন্ত।
advertisement
6/9
অন্য পঞ্জিকা মতে সোমবার একাদশী তিথি থাকবে রাত্রি ১.৩১ মিনিট পর্যন্ত।
advertisement
7/9
এই তিথিতে ভোরে স্নান সেরে পুজো ও রীতিনীতি পালন করেন পুণ্যার্থীরা। ভগবান বিষ্ণুর বিগ্রহ উপাসনা করা হয়।
advertisement
8/9
এই তিথিতে অন্নগ্রহণ করেন না ব্রত পালনকারীরা। সাত্তিক আহারে উপবাস ভঙ্গ করা হয় দ্বাদশী তিথিতে।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parsva Ekadashi 2023: আজ ও কাল পবিত্র পার্শ্ব একাদশী, জানুন পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথিতে কী করবেন, কী করবেন না