Parenting Tips: খুব সাবধান!...ছেলেমেয়ে কোনওদিনও ভরসা করবে না, ওদের সামনে এই সব কাজ করেন নাকি? বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অনেক সময় বাবা-মা অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যাতে তাঁদের প্রতি তাঁদের সন্তানের বিশ্বাস ভেঙে যায়। তৈরি হয় মানসিক দূরত্ব৷ আসুন জেনে নিই এমন ৫টি ভুল, যা বাবা-মায়েরা কখনওই করা উচিত নয়৷ এতে সন্তানদের বিশ্বাসভঙ্গ হয়।
advertisement
1/7

বাবা-মা এবং সন্তানের সম্পর্কের ভিতই হচ্ছে বিশ্বাস ও বোঝাপড়া। সন্তানরা যখন বাবা-মাকে বিশ্বাস করে, তখন তারা অনেক কথাই খোলাখুলিভাবে শেয়ার করতে পারে। তবে, অনেক সময় বাবা-মা অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যাতে তাঁদের প্রতি তাঁদের সন্তানের বিশ্বাস ভেঙে যায়। তৈরি হয় মানসিক দূরত্ব৷ আসুন জেনে নিই এমন ৫টি ভুল, যা বাবা-মায়েরা কখনওই করা উচিত নয়৷ এতে সন্তানদের বিশ্বাসভঙ্গ হয়।
advertisement
2/7
সন্তানরা যখন আপনাদের কিছু বলবে, তখন সেটা গুরুত্ব সহকারে শোনা উচিত৷ যদি কোনও বাবা-মা তাঁদের সন্তানদের কথার গুরুত্ব না দেন, অমনোযোগী হন, তখন তারা ধীরে ধীরে নিজের অনুভূতি গোপন করতে শুরু করবে। বারবার এমন ঘটলে, সন্তানের মনে হতে পারে যে, তার অনুভূতির কোনও মূল্য নেই, যার ফলে সে বাবা-মা থেকে দূরে সরে যেতে থাকবে।
advertisement
3/7
যদি বাবা-মা তাঁদের সন্তানের প্রতিটি ছোটখাটো ভুলের জন্য তাকে বকা দেয় বা সবসময় তার সমালোচনা করে, তবে সে নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। বারবার তিরস্কার ও নেতিবাচক মন্তব্য শুনতে শুনতে সন্তানের আত্মবিশ্বাস কমে যায় এবং সে বাবা-মার থেকে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে।
advertisement
4/7
যদি বাবা-মা বারবার সন্তানের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে এটি তাদের বিশ্বাস দুর্বল করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনও কিছু করার প্রতিশ্রুতি দেন এবং তা পূরণ না করেন, তবে সন্তান ভবিষ্যতে আপনার ওপর ভরসা করতে সংকোচ বোধ করবে।
advertisement
5/7
প্রত্যেক সন্তান আলাদা৷ তাদের নিজস্ব গুণাবলি রয়েছে। কিন্তু যখন বাবা-মা বারবার তাদের সন্তানকে অন্যদের সঙ্গে তুলনা করে, তখন সন্তানের মনে হীন্মন্যতায় ভুগতে শুরু করে। এতে যে শুধু তার আত্মসম্মানে আঘাত আসে তাই নয়, বরং সে বাবা-মা থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে।
advertisement
6/7
সন্তানদেরও নিজস্ব ব্যক্তিগত চিন্তা ও সীমারেখা থাকে। যদি বাবা-মা তাদের গোপনীয়তার সম্মান না করে, তাদের ফোন বা ডায়েরি দেখার চেষ্টা করে, কিংবা তাদের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখে, তাহলে সন্তান অস্বস্তি বোধ করতে পারে এবং বাবা-মার থেকে মানসিকভাবে দূরে চলে যেতে পারে।
advertisement
7/7
সন্তানের বিশ্বাস ধরে রাখতে কী করবেন? যদি আপনি চান যে আপনার সন্তান আপনার সঙ্গে খোলামেলা কথা বলুক এবং আপনাকে বিশ্বাস করুক, তবে তার অনুভূতির মূল্য দিন, তাকে বোঝার চেষ্টা করুন এবং এই ভুলগুলো করা থেকে বিরত থাকুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: খুব সাবধান!...ছেলেমেয়ে কোনওদিনও ভরসা করবে না, ওদের সামনে এই সব কাজ করেন নাকি? বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে