Parenting Tips: সবার থেকে আলাদা? কী করে বুঝবেন যে আপনার সন্তান জিনিয়াস? দেখে নিন মিলিয়ে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Parenting Tips: কী ভাবে বুঝতে পারা যাবে যে সন্তান সবার থেকে আলাদা কি না?
advertisement
1/6

বাচ্চা মানেই দুরন্তপনা, পড়াশোনা নিয়ে অশান্তি। কিন্তু এত কিছুর মধ্যেও প্রতিটা বাচ্চাই কোনও না কোনও ভাবে বিশেষ। কেউ হয় তো ভালো পড়াশোনায়, কেউ ভালো গান করে, কেউ ভালো নাচ, বা কেউ আঁকে। তবে এদের মধ্যেও কিছু বাচ্চা আছে যারা সবার থেকে আলাদা। যাদের বলা হয় এক কথায় জিনিয়াস। তারা কম বেশি সব বিষয়তেই ভালো। বাকি আর পাঁচটা বাচ্চার থেকে সে সবদিক থেকে আলাদা হয়। এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের এই প্রতিভাগুলি আরও খোলে।
advertisement
2/6
লেখাপড়ায় অত্যন্ত ভালো কিছু বাচ্চা থাকে একদম পড়াশোনা করতে চায় না। তাদের ধরে বেঁধে পড়ানোটা একটা বড় কাজ। কিন্তু কিছু বাচ্চা আবার আছে যারা পড়াশোনায় খুবই ভালো। এবং শুধু তাই নয় সে নিজে থেকেই পড়তে বসে। পড়াশোনা তো বটেই তার সঙ্গে অন্য বই পড়ায় আগ্রহ আছে। নিজে নিজে কিছু লিখতেও ভালোবাসে। এই বিষয়গুলি যাদের মধ্যে থাকবে সেই বাচ্চারা আসলে জিনিয়াস।
advertisement
3/6
নিজের সম্বন্ধে জ্ঞান সাধারণত বাচ্চাদের মধ্যে স্বজ্ঞানতা কম থাকে। তারা কতটা কী জানে বা কী জানে না সে সম্বন্ধে জ্ঞান প্রায় থাকে না বললেই চলে। কিন্তু যে সমস্ত বাচ্চারা নিজেদের ব্যাপারে জানে, এবং তারা তাদের সেই জ্ঞানটাকে আরও বিভিন্ন মাধ্যম দ্বারা বাড়াতে চায় তারা বিশেষ শিশু। তারা অনেক বেশি প্রতিভা সম্পন্ন।
advertisement
4/6
মারাত্মক স্মৃতি বাচ্চারা ভুলমনা হয়। তারা একটা কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে অন্য কাজে চলে যায়। বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই এটি স্পষ্ট। কিন্তু যারা প্রায় সবকিছুই মনে রাখতে পারে, পড়াশোনা থেকে শুরু করে ছোটখাটো যে কোনও তথ্য, তারা অবশই অসামান্য।
advertisement
5/6
জানার ইচ্ছে পৃথিবীতে সবসময়ই অনেক ঘটনা ঘটছে। অনেকেই তা এড়িয়ে চলে যায়। কিন্তু যে সব শিশুদের মধ্যে নতুন জিনিসের সম্বন্ধে জানার ইচ্ছে প্রবল, তাদের মধ্যে আছে কিছু বিশেষ ট্যালেন্ট।
advertisement
6/6
বোঝার ক্ষমতা কোন বাচ্চাকে কিছু বোঝানোটা একটা কঠিন কাজ। হয় তারা বুঝতে চাইবে না বা জেদ করবে, অন্যমনস্ক হয়ে যাবে বা শুনবেই না। কিন্তু যে সমস্ত বাচ্চারা একটু আলাদা তারা যে কোনও বিষয় মন দিয়ে বোঝার চেষ্টা করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: সবার থেকে আলাদা? কী করে বুঝবেন যে আপনার সন্তান জিনিয়াস? দেখে নিন মিলিয়ে...