Parenting Tips: মোবাইল ফোনের নেশায় বুঁদ আপনার সন্তান, কলকাতার নামী-দামি স্কুল না করলেও জেলার স্কুলের দেখানো রাস্তায় খুশি বাবা-মায়েরা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Parenting Tips: মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়ছে বাচ্চাদের! তাহলে কী করবেন? প্রশিক্ষণ দিল এই স্কুল
advertisement
1/5

দাবা খেলা এই নামটার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়ির বাচ্চাদের এই খেলার প্রতি মনোনিবেশ করানো বেশি করে প্রয়োজন। বর্তমান প্রজন্ম দিন দিন হারাচ্ছে তাদের শিক্ষাগত ক্ষমতা, কমছে পড়াশোনার প্রতি আকৃষ্ট, কারণ মোবাইলে গেমস খেলায় বাড়ছে আসক্ত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত যারা জাতির ভবিষ্যৎ তারাও ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে নানান নেশায়। আজ থেকে কয়েক বছর আগেও মাঠে খেলতে যাওয়ার যে প্রবণতা ছিল সেটাও কমে যাচ্ছে দিনের পর দিন। চার দেওয়ালে বন্দী হয়ে বেছে নিয়েছে মোবাইল কিংবা কম্পিউটার গেম। এই সব গেম তাদের বিপদগামী করে তুলছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
যখন তখন পড়ার ফাঁকেই তাদের এই গেমের প্রতি আসক্তি টেনে আনছে ভয়ঙ্কর বিপদ। পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাচ্চারা। সেই সমস্ত ছেলেমেয়েদেরকে চিহ্নিত করে দাবা খেলার প্রশিক্ষণ এর আয়োজন করা হয় নলহাটি শহরে নলাটেশ্বরী মন্দির এর কাছে হেরিটেজ টলারেড স্কুলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ স্কুলের কর্ণধার স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় মহাশয়,বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক বিজয় কৃষ্ণ সাউ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
মোট ৬ রাউন্ডের খেলার আয়োজন করা হয়। ৪ টে বিভাগে মোট ৪০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অনূর্ধ্ব ৯,১১,১৩, ও ১৬ এই চার বিভাগে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সব বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরকে নগদ মূল্য এবং একটি করে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সমস্ত খেলোয়ারদের সার্টিফিকেট ও মেডেল পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
অনুদ্ধ ৯ গ্রুপে ব্রজেস নন্দী ৬ রাউন্ডে ৬ পয়েন্ট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। হেরিটেজ স্কুলের কর্ণধার স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়,বলেন এরকম উদ্যোগ আগামী দিনে আরও অনেক প্রতিযোগিতা ও দাবার কর্মশালা হবে। বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক বিজয় সাউ বলেন, দাবার প্রচার বা প্রসারের জন্য এরকম উদ্যোগ সমস্ত জেলা জুড়ে আয়োজন করা হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: মোবাইল ফোনের নেশায় বুঁদ আপনার সন্তান, কলকাতার নামী-দামি স্কুল না করলেও জেলার স্কুলের দেখানো রাস্তায় খুশি বাবা-মায়েরা