Parenting Tips: যখন-তখন নয়, প্রতিদিন ‘এই’ সময় সন্তানকে পড়তে বসান! সেরা হওয়া কেউ আটকাতে পারবে না
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Parenting Tips: সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।
advertisement
1/6

সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।
advertisement
2/6
শিশুকালে কারুর মন পড়াশোনায় থাকে না। পড়াশোনা করলে কী কী হতে পারে সেটা বোঝার ক্ষমতাও তৈরি হয় না।
advertisement
3/6
তাই, সব চিন্তাই থাকা অভিভাবকদের। তাই, তাঁরা পড়তে বসা নিয়ে জোড়াজুড়ি করতেই থাকেন।
advertisement
4/6
কিন্তু, সবসময় পড়তে বসলেই যে পড়া মাথায় ঢুকবে তা একাবারেই নয়। বিশেষজ্ঞদের মতে, পড়া মুখস্থ বা মনে রাখার পিছনে গুরুত্বপূর্ণ কোন সময় পড়তে বসছে সে।
advertisement
5/6
বিজ্ঞান মতে, মস্তিষ্কের ক্ষমতা বাড়ে সকাল ১০টায়। তাই মাথা খাটানোর সবথেকে ভাল সময় হল সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং বিকেল ৪টে থেকে রাত ১০টা।
advertisement
6/6
এসময়ে শিশুদের কোনও নতুন জিনিস শেখালে তা তারা ভাল বুঝতে এবং মনে রাখতে পারবে। তবে, শিশুদের ক্ষেত্রে প্রতিদিন সকলে পড়তে বসা খুবই জরুরি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: যখন-তখন নয়, প্রতিদিন ‘এই’ সময় সন্তানকে পড়তে বসান! সেরা হওয়া কেউ আটকাতে পারবে না