Parama Ekadashi 2023: আজ পরমা একাদশী, উপাসনা করা হয় ভগবান বিষ্ণুর, জানুন কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Parama Ekadashi 2023: পুণ্যার্থীরা এই তিথিতে উপবাস ব্রত পালন করে ভগবান বিষ্ণুর উপাসনা করেন
advertisement
1/6

সনাতনী মতে পরমা একাদশী তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ৷ প্রতি ৩ বছর অন্তর এই পুণ্যতিথি আসে অধিক মাসে৷ পুণ্যার্থীরা এই তিথিতে উপবাস ব্রত পালন করে ভগবান বিষ্ণুর উপাসনা করেন৷
advertisement
2/6
চলতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়েছে এই পুণ্যক্ষণ৷ দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, পরমা একাদশীর উপবাস ব্রত পালিত হবে ১২ অগাস্ট৷ তবে এই তিথি শুরু হচ্ছে ১১ অগাস্ট, শুক্রবার৷
advertisement
3/6
অনেক পুণ্যার্থীই ১১ অগাস্ট পরমা একাদশী তিথি পালন করবেন৷ ১১ অগাস্ট, শুক্রবার ভোর ৫.০৬ মিনিটে পরমা একাদশী তিথি শুরু হবে৷
advertisement
4/6
এই তিথি থাকবে ১২ অগাস্ট, শনিবার সকাল ৬.৩১ মিনিট পর্যন্ত৷ পরমা একাদশী তিথিকে বলা হয় পুরুষোত্তম কমলা একাদশী তিথি৷
advertisement
5/6
প্রচলিত বিশ্বাস, এই তিথিতে ভগবান বিষ্ণুর উপাসনা করলে পাপমুক্তি হয়৷ অশুভ কর্মের ফল থেকে নিষ্কৃতি পাওয়া যায়৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parama Ekadashi 2023: আজ পরমা একাদশী, উপাসনা করা হয় ভগবান বিষ্ণুর, জানুন কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি