TRENDING:

Health Tips: নিমেষেই গায়েব শরীরের ব্যথা-বেদনা! উধাও আঁচিল, হাত-পায়ের 'কড়া'! গায়ে আগুন দিয়ে এই চিকিৎসা! জানুন

Last Updated:
Health Tips: অগ্নিকর্ম চিকিৎসাই' করবে বাজিমাত! এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই বহু রোগ নিরাময় সম্ভব বলেই জানাচ্ছেন আয়ুস অন্তর্গত আয়ুর্বেদিক চিকিৎসকরা।
advertisement
1/5
নিমেষে গায়েব ব্যথা-বেদনা! উধাও আঁচিল, হাত-পায়ের 'কড়া'! গায়ে আগুন দিয়ে এই চিকিৎসা
*অগ্নিকর্ম চিকিৎসাই করবে বাজিমাত! এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই বহু রোগ নিরাময় সম্ভব বলেই জানাচ্ছেন আয়ুষ অন্তর্গত আয়ুর্বেদিক চিকিৎসকরা। বিনামূল্যের এই চিকিৎসা পরিষেবা নিতে হলে যেতে পারেন এই সেন্টারগুলিতে। ওষুধ ছাড়াই আপনি সুস্থ হয়ে উঠতে পারেন, টাকাও যেমন খরচ হবে না, তেমনই ছোটখাটো অপারেশনের সম্ভাবনা পূর্ণ রোগগুলিও সেরে যাবে এই চিকিৎসার মাধ্যমে। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*ছোটখাটো অপারেশন বাদ দিয়ে একশো শতাংশ নির্ভরযোগ্য আয়ুর্বেদিক ডাক্তারদের কাছে। জানা যাচ্ছে, দীর্ঘদিনের ব্যথা পুরনো ব্যথা, পায়ে বা কোমরে ব্যথার জন্য চিকিৎসা করেও কোনও সুরাহা মিলছে না অথবা আপনার চোখের সামনে ছোট্ট আঁচিল সেই আঁচিল নিয়ে আপনার চোখ খুলতে অসুবিধার সম্মুখীন হচ্ছে অপারেশন ছাড়াই আপনার সেটা চলে যাবে আপনার চোখের সামনে থেকে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*অপারেশন করার পরেও অনেকেরই ব্যথা থেকে মুক্তি মেলে না। এই সমস্ত জটিল রোগের চিকিৎসা এবার নিমেষেই সম্ভব ব্যথা ছাড়াই। কোনওরকম ব্যথার ওষুধ বা অপারেশনের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র আয়ুর্বেদিক ‘অগ্নিকর্ম চিকিৎসা’ পদ্ধতিতে এই সমস্ত রোগ থেকে সহজেই নিরাময় সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*স্বর্ণশালাকা বা পঞ্চশলাকার সাহায্যে এই সমস্ত রোগের চিকিৎসা মিলছে অগ্নিকর্ম পদ্ধতিতে। এটি ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি তবে তেমন প্রচলন নেই। ধীরে ধীরে এই চিকিৎসা পদ্ধতির প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কারণ রোগীরা এই পদ্ধতিতে চিকিৎসা করে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*এই চিকিৎসালয় রয়েছে জলপাইগুড়িতে, ধুপগুড়ি, ময়নাগুড়ি সদর ব্লক বিভিন্ন আয়োজক সেন্টার যেগুলো রয়েছে। সেখানে গিয়েই আপনি যোগাযোগ করলেই আপনাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: নিমেষেই গায়েব শরীরের ব্যথা-বেদনা! উধাও আঁচিল, হাত-পায়ের 'কড়া'! গায়ে আগুন দিয়ে এই চিকিৎসা! জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল