Benefits of Palm: ভাদ্রমাস মানে তালের বড়া! জানুন পাকা তাল খাওয়ার অঢেল উপকারিতা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Palm: সাবেক স্বাদের সম্ভারে আছে তালসত্ত্ব, তালক্ষীর, তালের সেঁকা পিঠে, তালসাপটার মতো হারিয়ে যাওয়া নানা খাবার
advertisement
1/7

ভাদ্রমাস মানেই পাকা তাল খাওয়ার সময়। জন্মাষ্টমীর আগে ও পরে এ সময় বাঙালির ঘরে ঘরে আমোদিত হয় তালের সুবাসে।
advertisement
2/7
তালের বড়া তো বটেই। সাবেক স্বাদের সম্ভারে আছে তালসত্ত্ব, তালক্ষীর, তালের সেঁকা পিঠে, তালসাপটার মতো হারিয়ে যাওয়া নানা খাবার।
advertisement
3/7
স্বাদের পাশাপাশি গুণের দিক থেকেও তাল লাজবাব। তাই বৈশাখ জ্যৈষ্ঠে যেমন তালশাঁস, ভাদ্রে ঠিক তেমনই পাকা তাল।
advertisement
4/7
পুষ্টিবিদ ঋজুতা দ্বিবেকর তালশাঁস ও পাকা তালের একাধিক গুণের কথা বলেছেন। তাঁর মতে অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ পাকা তাল ক্যানসার প্রতিরোধ শক্তি গড়ে তোলে শরীরে।
advertisement
5/7
স্বাস্থ্য সার্বিকভাবে ভাল রাখে তাল। ক্ষুরধার শানিত করে স্মৃতিশক্তি। ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে আছে পাকা তালে।
advertisement
6/7
যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে পাকা তালে। ফলে দাঁত ও হাড় মজবুত হয়ে ওঠে।
advertisement
7/7
কোষ্ঠকাঠিন্য-সহ পেটের নানা সমস্যা দূর করে পাকা তালের রস। পরিপাক ক্রিয়া মসৃণ করে। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Palm: ভাদ্রমাস মানে তালের বড়া! জানুন পাকা তাল খাওয়ার অঢেল উপকারিতা