Health Benefits of Palash Flower: ব্লাড সুগার থেকে কৃমি নিয়ন্ত্রণ করে নিমেষে! জানুন পলাশগাছের নানা অংশের হাজারো ওষধি গুণ
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Health Benefits of Palash Flower: প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদে নানা ভাবে কাজে লাগানো হচ্ছে পলাশফুলকে
advertisement
1/10

বসন্ত মানেই পলাশফুল। কমলা, হলুদ, সাদা-নানা রঙে পাওয়া যায় এই ফুল। সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের আয়ুর্বেদিক উপকারিতা প্রচুর।
advertisement
2/10
প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদে নানা ভাবে কাজে লাগানো হচ্ছে পলাশফুলকে। সে বিষয়ে জানিয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।
advertisement
3/10
পলাশফুলে আছে ডিয়্যুরেটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। পলাশের বীজ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ডাক্তারের ওষুধ খাওয়ার পাশাপাশি ডায়েটে রাখুন পলাশের বীজ।
advertisement
4/10
কৃমিনাশক হিসেবেও পলাশের বীজ খুবই উপকারী। ডায়রিয়া উপশমেও পলাশগাছের ছাল খুবই কার্যকর।
advertisement
5/10
পলাশফুল ব্যবহার করা হয় লিভারের সুস্থতা বজায় রাখতেও। কিডনির পাথর উপশমেও পলাশফুল প্রয়োগ করা হয়।
advertisement
6/10
কোলাজেন বৃদ্ধি করতে পলাশগাছের ছাল উপকারী। কোলাজেনের যোগান বজায় থাকলে চুলের স্বাস্থ্য ঠিক থাকে।
advertisement
7/10
গেঁটে বাত, ত্বকের সমস্যা দূর করতে পলাশফুল উপকারী। কারণ এতে আছে অ্যাস্ট্রিনজেন্ট।
advertisement
8/10
পলাশগাছের বাকল বা ছাল দিয়ে ডায়রিয়া, আলসার, গলার সংক্রমণের ঘরোয়া টোটকা তৈরি করা যেতে পারে।
advertisement
9/10
পলাশপাতা রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। পলাশের শিকড় থেকে তৈরি হয় আয়ুর্বেদিক চোখের ওষুধ।
advertisement
10/10
যে কোনও জিনিস ডায়েটে যোগ করার আগে ডাক্তারের পরামর্শ নিন। ক্রনিক অসুখ বা অন্যান্য রোগের ক্ষেত্রে নির্ধারিত ওষুধ খেতেও ভুলবেন না। পলাশগাছের কোনও অংশ ওষুধ হিসেবে গ্রহণ করলেও ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of Palash Flower: ব্লাড সুগার থেকে কৃমি নিয়ন্ত্রণ করে নিমেষে! জানুন পলাশগাছের নানা অংশের হাজারো ওষধি গুণ