Pain Relief Tips: গরমের দিনেই পাওয়া যায়, ফল-পাতা-শেকড় ব্যথা তাড়ানোর 'পেইনকিলার'! সংগ্রহ করে রাখুন আজই
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Pain Relief Tips: এই ফল খেলে ভাল থাকবে হার্ট, পাতায় ভাল হবে বাতের ব্যথা, জানেন কী এই গাছ?
advertisement
1/7

আমাদের আশেপাশে অনেক এমন ফল ও ফলের গাছ আছে যেগুলিকে আমরা অবহেলা করি। কিন্তু তার গুণাগুণ জানলে অবাক হবেন।
advertisement
2/7
কাঁটা যুক্ত এই গাছ, যা বিলুপ্তপ্রায়। পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে এখনও দেখা যায়। এই গাছের পাতা বা ফলের গুরুত্ব জানলে অবাক হবেন।
advertisement
3/7
বিলুপ্তপ্রায় এই ফলের নাম বৈঁচি ফল। যা কিছুটা চেরির মতো দেখতে। সুস্বাদু টক মিষ্টি স্বাদের এই ফল। তবে এর স্বাস্থ্যগুণ বেশ।
advertisement
4/7
মূলত গরমের সময় এই ফল হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এই ফল খেলে হজমশক্তি বৃদ্ধি পায়, হৃদযন্ত্র ভাল রাখে।
advertisement
5/7
বৈঁচি ফলে রয়েছে আয়রন, ফসফেট, সালফার-সহ নানা খনিজ উপাদান। যা শারীরিক নানা কাজে সহায়তা করে। এছাড়াও রয়েছে ভিটামিন সি।
advertisement
6/7
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, শুধু এই গাছের ফল না পাতা, শেকড়ও মহৌষধি।
advertisement
7/7
বাতের ব্যথা, দাঁত-ব্যথা সহ নানা রোগে উপশম মেলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pain Relief Tips: গরমের দিনেই পাওয়া যায়, ফল-পাতা-শেকড় ব্যথা তাড়ানোর 'পেইনকিলার'! সংগ্রহ করে রাখুন আজই