TRENDING:

Orange Peels Usages: রান্না, রূপচর্চা থেকে বাসন পরিষ্কার! কমলালেবুর খোসা ব্যবহার করুন গৃহস্থালির শত কাজে

Last Updated:
Orange Peels Usages: রান্নার উপকরণ থেকে শুরু করে ঘর গৃহস্থালির নানা কাজে ব্যবহার করা যায় কমলালেবুর খোসা৷
advertisement
1/9
রান্না, রূপচর্চা থেকে বাসন পরিষ্কার! কমলালেবুর খোসা ব্যবহার করুন ঘরের শত কাজে
শীত আসছে৷ শীতকাল মানেই জমিয়ে কমলালেবু খাওয়া৷ কিন্তু কমলালেবু খেয়ে এর খোসা ফেলে দেবেন না৷ রান্নার উপকরণ থেকে শুরু করে ঘর গৃহস্থালির নানা কাজে ব্যবহার করা যায় কমলালেবুর খোসা৷
advertisement
2/9
কেক বা স্যালাডের সজ্জায় গ্রেড করে দিন কমলালেবুর খোসা৷ কমলালেবুর খোসা দিয়ে তৈরি করুন ক্যান্ডি৷ চকোলেট সসে ডুবিয়ে খেতে দিব্যি লাগে৷
advertisement
3/9
প্যাকেটে ব্রাউন শুগার রাখার সময় কমলালেবুর খোসা দিন৷ খোসার তৈলাক্ত অংশ ব্রাউন শুগারের আর্দ্রতা টেনে নিয়ে এটিকে ঝরঝরে রাখতে সাহায্য করে৷
advertisement
4/9
কমলালেবুর খোসার গুঁড়ো চায়ের সঙ্গে মিশিয়ে খেলেও অপূর্ব স্বাদ ও গন্ধ তৈরি হয়৷ তেলচিটে আভেন বা রান্নাঘরের টাইলস পরিষ্কার করুন কমলালেবুর খোসা দিয়ে৷ এর স্বাভাবিক তেল ডিগ্রিজার ও ক্লিনার হিসেবে খুবই ভাল৷
advertisement
5/9
বাসন থেকে জলের দাগ তুলতে কমলালেবুর খোসা ঘষুন৷ ব্যহার করুন কাঠের আসবাবপত্রের চেকনাই রক্ষা করতেও৷ ভিনিগার ও কমলালেবুর খোসার মিশ্রণ দিয়ে মুছলে ঝকঝকে তকতকে থাকবে ঘরের মেঝে৷
advertisement
6/9
ঘরের কোণায় কয়েক টুকরো রেখে দিলে দূর হবে ভ্যাপসা ভাব ও দুর্গন্ধ৷ এই খোসা গায়ে ঘষলে দূরে থাকবেন মশার কামড় থেকে৷ ব্যবহার করতে পারেন বডি স্ক্রাবার হিসেবেও৷
advertisement
7/9
স্নানের তেলে মিশিয়ে নিন কমলালেবুর খোসার গুঁড়ো৷ এর ফলে উজ্জ্বল হবে আপনার ত্বক৷ পাশাপাশি, যেখান দিয়ে পিঁপড়ে চলাচল করে সেখানে রেখে দিন কমলালেবুর খোসা৷ সমস্যা কমবে৷
advertisement
8/9
যে পাত্রে ময়লা রাখেন, সেটি পরিষ্কার করুন কমলালেবুর খোসা দিয়ে৷ দুর্গন্ধ দূর হয়ে থাকবে মিষ্টি সুবাস৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Orange Peels Usages: রান্না, রূপচর্চা থেকে বাসন পরিষ্কার! কমলালেবুর খোসা ব্যবহার করুন গৃহস্থালির শত কাজে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল