TRENDING:

Orange for Diabetes Patients: সুগারের রোগীরা কি কমলালেবু খেতে পারেন? রস নাকি গোটা ফল... কোনটি বেশি নিরাপদ? জেনে নিন কী বলছেন পুষ্টিবিদরা

Last Updated:
Orange for Diabetes Patients: আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা কতটা থাকছে, তা নিয়মিত চেক আপ করা অবশ্য কর্তব্য৷ সেক্ষেত্রে, অনেকের মনেই প্রশ্ন থাকে, সুগারের রোগী হলে কমলালেবু খাওয়া কি আদৌ চলে?
advertisement
1/8
সুগারের রোগীরা কি কমলালেবু খেতে পারেন? রস নাকি গোটা ফল... কোনটি বেশি নিরাপদ? জেনে নিন
মরসুমি ফল খেতে কার না ইচ্ছে করে৷ কিন্তু, ডায়াবেটিস থাকলে আমাদের খাবারের ক্ষেত্রে অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে হয়৷ আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা কতটা থাকছে, তা নিয়মিত চেক আপ করা অবশ্য কর্তব্য৷ সেক্ষেত্রে, অনেকের মনেই প্রশ্ন থাকে, সুগারের রোগী হলে কমলালেবু খাওয়া কি আদৌ চলে?
advertisement
2/8
অনেকেরই ধারণা, কমলালেবু সাধারণত মিষ্টি হওয়ায় সুগারের রোগীরা তা খেতে পারেন না৷ কিন্তু, https://www.healthline.com/ জানাচ্ছে, আসলে কিন্তু, কমলালেবু ‘ডায়াবেটিস ফ্রেন্ডলি’ খাবার৷ তবে যত খুশি ততই খাওয়া যাবে কি? আসুন জেনে নিই, এ বিষয়ে কী জানিয়েছেন৷
advertisement
3/8
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কমলালেবুর glycaemic index (GI) ৪০-৪৩৷ অর্থাৎ, বেশ কম৷ অর্থাৎ, কমলালেবু খেলে সঙ্গে সঙ্গেই কার্বোহাইড্রেট বা সুগার আমাদের রক্তে মেশে না, মিশতে সময় লাগে৷ কারণ, কমলালেবুতে আছে ফাইবার৷ যার ফলে তা হজম করতে বেশ সময় লাগে৷ তাই খেলে খেতে হবে পরিমিত পরিমাণে৷ তবে এখানেও রয়েছে শর্ত৷
advertisement
4/8
কমলালেবুর রস নয়, সুগারের রোগীদের গোটা কমলালেবু খাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা৷ কারণ, কমলালেবুর রস খেলে অনেক প্রয়োজনীয় ফাইবারই নষ্ট হয়ে যেতে পারে৷ যার ফলে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে দ্রুত৷
advertisement
5/8
এছাড়া, যাঁরা শরীরে সুগার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নেন, তাঁদেরও কমলালেবু খাওয়া উচিত নয়৷ অথবা, খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷
advertisement
6/8
কমলালেবুতে থাকে ভিটামিন সি, ফোলেট এবং পটাশিয়াম৷ এতে থাকে ফ্ল্যাভেনয়েড অ্যান্টি অক্সিডেন্ট৷ কমলালেবু হার্টের জন্য খুব ভাল৷ এটি কোলেস্টেরলের মাত্রাও কমায়৷ তবে, যাঁদের সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্য নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের এই ফল এড়িয়ে যাওয়াই উচিত৷
advertisement
7/8
যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের জন্য কমলালেবু কার্যত বিষ৷ অন্যদিকে, যাঁদের পেটের সমস্যা রয়েছে, যেমন GERD, তাঁদের ক্ষেত্রে, কমলালেবু খেলে হার্ট বার্ন, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
8/8
Disclaimer: এই পরামর্শ সাধারণ তথ্যের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে৷ এটি কখনওই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়৷ প্রতিটি মানুষের শরীর এবং তাঁদের চাহিদা, সমস্যা আলাদা৷ তাই সবসময় চিকিৎসকের পরামর্শ নিন৷ এই তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Orange for Diabetes Patients: সুগারের রোগীরা কি কমলালেবু খেতে পারেন? রস নাকি গোটা ফল... কোনটি বেশি নিরাপদ? জেনে নিন কী বলছেন পুষ্টিবিদরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল