TRENDING:

Open Pores Treatment: ত্বকে ওপেন পোরস দেখা যাচ্ছে? বয়সের ছাপ পড়ছে? এই জিনিসে ত্বকে ফিরবে যৌবন

Last Updated:
Open Pores Treatment: ওপেন পোরস দেখা দিলেই সাবধান! সঠিক যত্ন না নিলে কম বয়সেই বুড়িয়ে যাবে ত্বক! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/7
ত্বকে ওপেন পোরস দেখা যাচ্ছে? বয়সের ছাপ পড়ছে? এই জিনিসে ত্বকে ফিরবে যৌবন
অনেক ক্ষেত্রে মুখের ত্বকের রন্ধ্রপথ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। এগুলিকে বলা হয় ‘ওপেন পোরস’। এগুলি অনেক কারণের জন্য দেখা দিয়ে থাকে।
advertisement
2/7
অভিজ্ঞ রূপচর্চা শিল্পী সোমা দাস জানান, এই ওপেন পোরসের সমস্যা দেখা দিলে ত্বক অনুজ্জ্বল দেখাতে থাকে। মুখে বয়সেরও ছাপ পড়ে। ফলে সহজেই ত্বক উজ্জ্বলতা হারায়।
advertisement
3/7
এই সমস্যায় টম্যাটোর রস এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। মিশ্রণটি শুকিয়ে এলে তার পরে ধুয়ে ফেলুন।
advertisement
4/7
মধু এবং লেবুর রস সমপরিমাণে মিশিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ১৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে ভাল করে। তবে সমস্যা মিটবে।
advertisement
5/7
মুলতানি মাটি এবং গোলাপ জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে মুখে লাগাতে পারেন। এক্ষেত্রে ২০ মিনিট পরে জলে ভিজিয়ে আলতো হাতে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
advertisement
6/7
পাকা পেপে থেঁতো করে বা বেটে নিয়ে সেটার সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। এরপর ধুয়ে নিলেই হবে কাজ।
advertisement
7/7
হলুদ, দই এবং বেসন মিশিয়ে মুখে মাখলেও তা ত্বকের ওপেন পোরসের সমস্যা দূর করতে পারে অনেকটা তাড়াতাড়ি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Open Pores Treatment: ত্বকে ওপেন পোরস দেখা যাচ্ছে? বয়সের ছাপ পড়ছে? এই জিনিসে ত্বকে ফিরবে যৌবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল