Open Pores Treatment: ত্বকে ওপেন পোরস দেখা যাচ্ছে? বয়সের ছাপ পড়ছে? এই জিনিসে ত্বকে ফিরবে যৌবন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Open Pores Treatment: ওপেন পোরস দেখা দিলেই সাবধান! সঠিক যত্ন না নিলে কম বয়সেই বুড়িয়ে যাবে ত্বক! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/7

অনেক ক্ষেত্রে মুখের ত্বকের রন্ধ্রপথ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। এগুলিকে বলা হয় ‘ওপেন পোরস’। এগুলি অনেক কারণের জন্য দেখা দিয়ে থাকে।
advertisement
2/7
অভিজ্ঞ রূপচর্চা শিল্পী সোমা দাস জানান, এই ওপেন পোরসের সমস্যা দেখা দিলে ত্বক অনুজ্জ্বল দেখাতে থাকে। মুখে বয়সেরও ছাপ পড়ে। ফলে সহজেই ত্বক উজ্জ্বলতা হারায়।
advertisement
3/7
এই সমস্যায় টম্যাটোর রস এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। মিশ্রণটি শুকিয়ে এলে তার পরে ধুয়ে ফেলুন।
advertisement
4/7
মধু এবং লেবুর রস সমপরিমাণে মিশিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ১৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে ভাল করে। তবে সমস্যা মিটবে।
advertisement
5/7
মুলতানি মাটি এবং গোলাপ জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে মুখে লাগাতে পারেন। এক্ষেত্রে ২০ মিনিট পরে জলে ভিজিয়ে আলতো হাতে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
advertisement
6/7
পাকা পেপে থেঁতো করে বা বেটে নিয়ে সেটার সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। এরপর ধুয়ে নিলেই হবে কাজ।
advertisement
7/7
হলুদ, দই এবং বেসন মিশিয়ে মুখে মাখলেও তা ত্বকের ওপেন পোরসের সমস্যা দূর করতে পারে অনেকটা তাড়াতাড়ি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Open Pores Treatment: ত্বকে ওপেন পোরস দেখা যাচ্ছে? বয়সের ছাপ পড়ছে? এই জিনিসে ত্বকে ফিরবে যৌবন