TRENDING:

Benefits of Onion Peels: ফেলবেন না! পেঁয়াজের খোসা মেশান শ্যাম্পু, হেনায়! চমকে যাবেন এর উপকারিতায়

Last Updated:
Benefits of Onion Peels: জানিও না পেঁয়াজের খোসার সঙ্গেই চলে যায় কত উপকািরতা
advertisement
1/7
ফেলবেন না! পেঁয়াজের খোসা মেশান শ্যাম্পু, হেনায়! চমকে যাবেন এর উপকারিতায়
রান্নায় পেঁয়াজ দেওয়ার সময় খোসা আমরা ফেলেই দিই। কিন্তু জানিও না পেঁয়াজের খোসার সঙ্গেই চলে যায় কত উপকািরতা।
advertisement
2/7
পেঁয়াজের খোসা অনেকভাবে গৃহস্থালির কাজে লাগানো যায়। জেনে নিন ঘর সংসারের কত উপকারে ব্যবহৃত হতে পারে আপাত অদরকারি পেঁয়াজের খোসা।
advertisement
3/7
ভিনিগারের শিশিতে রাখুন পেঁয়াজের খোসা। তার পর ভাল করে মিশিয়ে মুখবন্ধ করে রেখে দিন কয়েক সপ্তাহ। ভিনিগারের রং ও স্বাদ দুই-ই নতুন হবে।
advertisement
4/7
পেঁয়াজের খোসায় অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য আছে। গরম জলে খোসা ভিজিয়ে তার পর ছেঁকে পান করুন।
advertisement
5/7
পেঁয়াজের খোসায় স্যাপোনিন উপাদান খুব উপকারী। ব্যবহার করুন বাসনপত্র পরিষ্কার করার কাজে। সাবানের সঙ্গে মিশিয়ে নিন বাসন মাজার সময়।
advertisement
6/7
পেঁয়াজের খোসা দিয়ে চুলও ভাল পরিষ্কার হয়। পেঁয়াজের খোসা ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে মাথা ধুয়ে নিন শ্যাম্পুর সময়। চুল পরিষ্কার হবে। ওই জল দিতে পারেন হেনার প্যাকেও।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Onion Peels: ফেলবেন না! পেঁয়াজের খোসা মেশান শ্যাম্পু, হেনায়! চমকে যাবেন এর উপকারিতায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল