Onion Cutting: পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদে ভাসান? এক নিমেষেই সমাধান সম্ভব, এই ছোট্ট কাজটি করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Onion Cutting: পেঁয়াজের ঝাঁঝে নাজেহাল হতে হয় গৃহিণীদের। পেঁয়াজ কাটার সময় কেন চোখে জ্বালা করে? জানুন সমাধান।
advertisement
1/6

পেঁয়াজের ঝাঁঝে নাজেহাল হতে হয় গৃহিণীদের। পেঁয়াজ কাটার সময় কেন চোখে জ্বালা করে! পেঁয়াজে থাকা সালফেনিক অ্যাসিডের কারণেই মূলত সমস্যা হয়। (রিপোর্টার-- জুলফিকার মোল্যা)
advertisement
2/6
পেঁয়াজ কাটার পর সালফেনিক অ্যাসিড বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে যায়। তাতেই তৈরি হয় সালফার গ্যাস। সেটাই চোখে গিয়ে চোখ জ্বালা করে।
advertisement
3/6
পেঁয়াজ কাটতে এই সমস্যা থেকে মুক্তি পেতে খোসা ছাড়িয়ে ঘণ্টা খানেক ডিপ ফ্রিজারে ভরে রাখুন। ফ্রিজ থেকে বার করে পেঁয়াজ কাটলে চোখে আর জল আসবে না।
advertisement
4/6
পেঁয়াজ কাটার সময়ে যত ধারালো ছুরি ব্যবহার করবেন, ততই কম কাঁদতে হবে। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে।
advertisement
5/6
পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে পারেন। এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে আর কাটার সময় চোখে জল আসবে না।
advertisement
6/6
মোমবাতি জ্বালিয়ে কিংবা গ্যাসের আঁচের সামনে রেখে পেঁয়াজ কাটুন। এতে আগুনের শিখা পেঁয়াজের সারফার গ্যাস টেনে নেবে। (রিপোর্টার-- জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Onion Cutting: পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদে ভাসান? এক নিমেষেই সমাধান সম্ভব, এই ছোট্ট কাজটি করুন