TRENDING:

Offbeat Destination: শীতে মিঠে রোদে পিঠে লাগিয়ে পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, মজায় গোটা দিন কাটান

Last Updated:
এই ডিসেম্বরে পিকনিকের প্ল্যান করছেন, ঘুরে দেখুন মেদিনীপুরে থাকা এই পার্ক। হাতে সময় একদিন? কলকাতার খুব কাছে এই পার্ক ঘুরে দেখুন, করতে পারবেন পিকনিক, জানুন
advertisement
1/6
শীতে মিঠে রোদে পিঠে লাগিয়ে পিকনিক,কলকাতার কাছেই,মজায় গোটা দিন কাটান
শীতকাল মানেই ঘুরতে যাবার মরশুম। কেউ কাছে পিঠে আবার কেউ লং ড্রাইভে যেতে পছন্দ করেন এই শীতকালে। তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে পিকনিক তো চাই। তবে খুব কাছে রয়েছে এমন সুন্দর একটি পিকনিক স্পট যা আপনি হয়তো আগে যাননি! (রঞ্জন চন্দ)
advertisement
2/6
কলকাতা থেকে খুব কাছেই রয়েছে সবুজে ঘেরা এমন সুন্দর একটি জায়গা সঙ্গে রয়েছে বাচ্চাদের খেলার নানা জিনিস, তাই শীতে পিকনিক করার প্ল্যান থাকলে করতে পারেন এখানে বন বিভাগের তরফে সাজিয়ে তোলা হয়েছে প্রায় শতাধিক শেড। তাই এই শীতের ডিসেম্বরের শেষে আপনার গন্তব্য হোক এই পার্ক। এককালের ইতিহাসে মোড়া এই জায়গাকে সবুজ প্রান্তরে পরিণত করেছে বন দফতর। স্বাভাবিকভাবে অন্তত একটা দিন বাড়ির সকলকে কিংবা বন্ধুদের নিয়ে পিকনিক সেরে আসুন।
advertisement
3/6
কলকাতা থেকে সামান্য কিছুটা দূরে মেদিনীপুর শহরের উপকণ্ঠে রয়েছে গোপগড় ইকোপার্ক। যা শুধু একটি পার্ক নয়, ইতিহাসক্ষেত্রও। বিশালাকার এলাকা জুড়ে শুধুই সবুজ গাছে ভরা। রয়েছে রাস্তার দুপাশে দেবদারু গাছের সারি। রয়েছে ক্লক টাওয়ার, ফুলের বাগান, বাচ্চাদের খেলার নানা জিনিস। এছাড়াও বিশাল আকার জায়গা জুড়ে শুধু সবুজ আর সবুজ। স্বাভাবিকভাবে ডিসেম্বরের পিকনিকের এক অন্যতম ডেস্টিনেশন এই জায়গা।
advertisement
4/6
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম ডিসেম্বরের শীতের মরশুমে ঘুরতে যাওয়া। শুধু ঘুরতে যাওয়া না পরিবার-পরিজন কিংবা আত্মীয়-স্বজনদের নিয়ে পিকনিক সারা। তাই সাধারণ মানুষের কথা ভেবে সাজিয়ে তোলা হয়েছে এই পিকনিক স্পট। শতাধিক পিকনিক শেড রয়েছে এখানে। সামান্য টাকা দিয়ে বুকিং করলে একটা দিন রান্না খাওয়া দেওয়ার ব্যবস্থা করা যাবে এখানে। শুধু তাই নয়, ঘুরে দেখা যাবে গোটা পার্ক। কাটানো যাবে গোটা একটা দিন।
advertisement
5/6
তাই যারা দূরদূরান্ত থেকে ঘুরে আসার প্ল্যান করছেন তারা ঘুরে দেখতে পারেন মেদিনীপুর শহরের গোপগড় ইকোপার্ক। সবুজের প্রান্তরে এলে মন ভালো হয়ে যাবে আপনার, একটা দিন কাটিয়ে আবার ফিরতে পারবে নিজের গন্তব্যে। কীভাবে পৌঁছবেন এখানে? বাসে কিংবা ট্রেনে অথবা প্রাইভেট গাড়িতে পৌঁছানো যাবে এই পার্কে।
advertisement
6/6
বাসে এলে আপনাকে নামতে হবে মেদিনীপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকে অটোতেই আসা যাবে এই পার্কে। অন্যদিকে একি ভাবে মেদিনীপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে পৌঁছাতে পারবেন গোপগড় ইকোপার্ক। অথবা প্রাইভেট গাড়ি করে পৌঁছাতে পারবেন সেখানে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/NVboqoedCcrQv4fx6
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Destination: শীতে মিঠে রোদে পিঠে লাগিয়ে পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, মজায় গোটা দিন কাটান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল