One Day Historical Trip:বাংলার বুকে বিরাট ইতিহাস, এক দিনের ফ্যামিলি ট্যুর হোক একটু অন্যরকম, দেখে আসুন মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এই বৌদ্ধস্তূপ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Bengal Heritage Tourism: স্থানীয়দের খননের সময় বৌদ্ধস্তূপটির দেখা পাওয়া যায়। পরে খনন কাজ চালিয়ে বৌদ্ধস্তূপটি উদ্ধার হয়।
advertisement
1/5

পরিচয় করে আসুন অচেনা ইতিহাসের সঙ্গে। পানাগড় থেকে রনডিহা ড্যাম যাওয়ার পথে রয়েছে ভরতপুর গ্রাম। গ্রামে রয়েছে একটি প্রাচীন বৌদ্ধস্তূপ।
advertisement
2/5
জানা যায়, ১৯৭১ সালে স্থানীয়দের খননকার্যের সময় এই বৌদ্ধ স্তূপটির দেখা পাওয়া গিয়েছিল। পরে কিছুটা খনন কাজ চালিয়ে বৌদ্ধ স্তূপটি উদ্ধার করা হয়।
advertisement
3/5
দীর্ঘদিন পড়ে পড়ে নষ্ট হচ্ছিল ভরতপুরের প্রাচীন বৌদ্ধ স্তূপটি। গত বছরে সেখানে আবার খনন কাজ শুরু হয়। ওই এলাকা কেন্দ্র করে ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
4/5
স্থানীয়দের দাবি, জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে যত্ন সহকারে রাখলে, তা পর্যটকদের কাছে আকর্ষণের একটি জায়গা হবে। ফলে এলাকারও উন্নতি হবে। পর্যটকরা নতুন ইতিহাসের সঙ্গে পরিচয় করতে পারবেন।
advertisement
5/5
এই বৌদ্ধস্তূপ দেখতে চাইলে ট্রেনে অথবা বাসে আসতে হবে পানাগড় বাজার। সেখান থেকে রনডিহা ব্যারেজ যাওয়ার রাস্তা ধরতে হবে। সেই রাস্তাতে রয়েছে ভরতপুর গ্রামের এই বউদ্ধস্তূপ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
One Day Historical Trip:বাংলার বুকে বিরাট ইতিহাস, এক দিনের ফ্যামিলি ট্যুর হোক একটু অন্যরকম, দেখে আসুন মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এই বৌদ্ধস্তূপ