TRENDING:

Conjunctivitis: কনজাংটিভাইটিস শেষ হলেই ফেলে দিন ‘কয়েকটি’ জিনিস, নইলে ফের হতে পারে সংক্রমণ!

Last Updated:
Conjunctivitis: কনজাংটিভাইটিস একটি ছোঁয়াচে রোগ। তাই, সেড়ে ওঠার পরেও কয়েকটি জিনিস মাথায় রাখা খুবই জরুরি। নইলে এই সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকেই যাবে।
advertisement
1/6
কনজাংটিভাইটিস শেষ হলেই ফেলে দিন ‘কয়েকটি’ জিনিস, নইলে ফের হতে পারে সংক্রমণ!
দেশ হোক কি রাজ‍্য প্রায় প্রতিটি বাড়িতে ছোট থেকে বড় বেশিরভাগ সদস্যই এখন আক্রান্ত হচ্ছে কনজাংটিভাইটিস রোগে। বাংলার চলতি ভাষায় এই রোগ কে আমরা সাধারণত জয় বাংলা বলে থাকি।
advertisement
2/6
সাধারণত বর্ষার শুরুতেই দেখা দেয় কনজাংটিভাইটিসের প্রকোপ। কনজাংটিভাইটিসে যখন কেউ আক্রান্ত থাকে তখন তাঁরা নিজেদের যত্ন নিলেও সেড়ে ওঠার পর অনেকসময় তাঁদের কী কী করণীয় তা ভুলে যায়।
advertisement
3/6
কনজাংটিভাইটিস একটি ছোঁয়াচে রোগ। তাই, সেড়ে ওঠার পরেও কয়েকটি জিনিস মাথায় রাখা খুবই জরুরি। নইলে এই সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকেই যাবে। যে দিকগুলোতে নজর দিতে হবে তা হল-
advertisement
4/6
১- কন্ট্যাক্ট লেন্স সম্পর্কিত যা যা আপনি কনজাংটিভাইটিস হওয়ার ১-২ দিন আগে বা যে দিন হয়েছে সেদিন ব‍্যবহার করেছেন তা ফেলে দিতে হবে। যেমন কন্ট্যাক্ট লেন্স, লেন্স কেস, লেন্স সলিউশান।
advertisement
5/6
২- কনজাংটিভাইটিস সময় বা হওয়ার ১-২ দিন আগে যে রুমাল, বালিশের কভার, টোয়ালে, সানগ্লাস ব‍্যবহার করা হয়েছে তা পুনরায় ব‍্যবহার না করাই ভাল। পরিষ্কার করার পরও অনেক সময় সংক্রমণের জীবাণু পুরপুরি যায় না।
advertisement
6/6
চোখের মেকআপ- সংক্রমণ আগে বা সময় ব্যবহৃত চোখের মেকআপের সামগ্রী যেমন কাজল, আই লাইনার, মসকারা আর ব‍্যবহার না করাই উচিত। এতে ফের কনজাংটিভাইটিস হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Conjunctivitis: কনজাংটিভাইটিস শেষ হলেই ফেলে দিন ‘কয়েকটি’ জিনিস, নইলে ফের হতে পারে সংক্রমণ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল