TRENDING:

Omicron and Eyesight: আচমকা চোখ লাল হয়ে জ্বালা ভাব? ওমিক্রনের এই উপসর্গ থেকে সাবধান!

Last Updated:
সম্প্রতি চক্ষু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার কারণে চোখেও নানা রকমের প্রভাব পড়তে পারে (Omicron and Eyesight)।
advertisement
1/7
আচমকা চোখ লাল হয়ে জ্বালা ভাব? ওমিক্রনের এই উপসর্গ থেকে সাবধান!
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। কয়েকটি রাজ্যের পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। বিশেষ করে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের দাপটেই এবার বেড়েছে সংক্রামিতের সংখ্যা। তবে ওমিক্রনের উপসর্গ এখনও পর্যন্ত অনেকটাই হাল্কা বলে দেখা গিয়েছে (Omicron and Eyesight)।
advertisement
2/7
সাধারণত ওমিক্রনের প্রভাবে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, গায়ে ব্যথা, মাথা ব্যথা। অনেকের আবার স্বাদ গন্ধও গিয়েছে। তবে সম্প্রতি চক্ষু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার কারণে চোখেও নানা রকমের প্রভাব পড়তে পারে (Omicron and Eyesight)। অনেকেরই দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
3/7
চক্ষু বিশেষজ্ঞরা একাধিক কেস স্টাডি থেকে দেখেছেন, প্রায় ১১ শতাংশ রোগীরই করোনার কারণে চোখের সমস্যা দেখা দিয়েছে (Omicron and Eyesight)। তাঁদের অনেকেরই লাল চোখ, চোখে চুলকানি, জ্বালা ভাব, চোখে জল জমা ও ফুেল যাওয়ার মতো সমস্যা দেখা গিয়েছে।
advertisement
4/7
তবে শুধু যে করোনাভাইরাস নয়, চোখের এই ধরনের সমস্যার জন্য দায়ী অন্য ভাইরাসও। ফলে এমন কোনও উপসর্গ দেখা দিলে, অবশ্যই করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
5/7
আমেরিকান অ্যাকাডেমি অফ অপথালমোলজির একটি গবেষণায় দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত পূর্ণবয়স্কদের ১ থেকে ৩ শতাংশের চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিসের মতো সমস্যা দেখা গিয়েছে।
advertisement
6/7
অনেকেরই চোেখ জ্বালা ভাব রয়েছে গিয়েছে দীর্ঘদিন, চোখ থেকে জল পড়ারও সমস্যা দেখা গিয়েছে। অনেকের আবার চোখে আলো পড়লে সমস্যা হয়েছে, যাকে বলে ফটোফোবিয়া।
advertisement
7/7
চিকিৎসকদের পরামর্শ, করোনা আক্রান্ত হলে স্বাভাবিক নিয়মে হাত ধোওয়ার অভ্যেসকে বজায় রাখতে হবে। প্রয়োজনে সেটি খানিক বাড়াতে হবে। চোখে হাত দেওয়া যাবে না। চশমা ব্যবহার করলে সেটি সাবান জলে ধুয়ে নিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Omicron and Eyesight: আচমকা চোখ লাল হয়ে জ্বালা ভাব? ওমিক্রনের এই উপসর্গ থেকে সাবধান!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল