Relationship Advice: অফিসে কাজ করতে করতে সহকর্মীর প্রেমে হাবুডুবু? চোখে হারাচ্ছেন? কয়েকটা জিনিস মাথায় না রাখলে কিন্তু কপালে 'অশেষ দুঃখ'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
যদি আপনার সঙ্গী পদোন্নতি বা বিশেষ দায়িত্ব পান, তাহলে অন্য সহকর্মীরা এটিকে পক্ষপাতিত্ব হিসাবে দেখতে পারেন। তাই সাবধান হন
advertisement
1/4

অফিসে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে কাজ করতে করতে অনেকেই সহকর্মীর প্রতি দুর্বল হয়ে পড়েন। ধীরে ধীরে সম্পর্কটি বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়। যদিও অফিসে প্রেম আজকাল একটি সাধারণ প্রবণতা। তবে যতই উত্তেজনাপূর্ণ মনে হোক না কেন এটি বেশ জটিল এবং বিপজ্জনকও হতে পারে। একটি ভুল পদক্ষেপ আপনার ক্যারিয়ার,মানসিক স্বাস্থ্য এবং পেশাদার ভাবমূর্তিকে বিপন্ন করতে পারে। AI Generated image
advertisement
2/4
CareerBuilder-এর একটি প্রতিবেদনে দেখা গিয়েছে, প্রায় ৩৬% মানুষ তাঁদের অফিসেরই কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কিন্তু এক্ষেত্রে অনেক সময় সম্পর্ক শেষ হওয়ার পর কর্মক্ষেত্রে চাপ তৈরি হয়। এর ফলে কেবল দুই ব্যক্তিই অস্বস্তি বোধ করেন না, তাঁদের আশেপাশের সহকর্মীরাও অস্বস্তি বোধ করেন। AI Generated image
advertisement
3/4
যদি কেউ আপনার সম্পর্কের কথা জানতে পারে, তাহলে অফিসে পরচর্চা অবশ্যই ঘটবে, যা আপনার পেশাদার ভাবমূর্তি নষ্ট করতে পারে। যদি সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে প্রতিদিন সেই মানুষটির সঙ্গে কাজ করা মানসিকভাবে ক্লান্তিকর হয়ে উঠতে পারে। AI Generated image
advertisement
4/4
কর্মক্ষেত্রে একে অপরের প্রতি পেশাদার হন। খুব বেশি ব্যক্তিগত কথা বলবেন না বা রোমান্টিক হবেন না। অফিসের বাইরে আপনার সম্পর্কের জন্য সময় দিন। এক্ষেত্রে ব্যক্তিগত এবং পেশাদার জীবন আলাদা রাখুন। সম্পর্ক ভেঙে গেলেও আপনারা সহকর্মী। তাই সেদিকটা খেয়াল রাখুন। এইচ আর পলিসি মেনে চলুন। AI Generated image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Advice: অফিসে কাজ করতে করতে সহকর্মীর প্রেমে হাবুডুবু? চোখে হারাচ্ছেন? কয়েকটা জিনিস মাথায় না রাখলে কিন্তু কপালে 'অশেষ দুঃখ'