TRENDING:

সহকর্মীর অদ্ভুত ব্যবহারে নাজেহাল? বাজিমাত হবে এই কৌশলগুলোয়

Last Updated:
অদ্ভুত আচরণের কোনও ব্যাখ্যা নেই, তাঁকে একটু বুদ্ধি খাটিয়ে সহজেই কাবু করা যায়। কী রকম? জেনে নিন
advertisement
1/7
সহকর্মীর অদ্ভুত ব্যবহারে নাজেহাল? বাজিমাত হবে এই কৌশলগুলোয়
যতটা সময় একজন মানুষ বাড়িতে কাটান, তার চেয়ে অনেক বেশি সময় তিনি অফিসে কাটান। প্রায় জীবনের এক তৃতীয়াংশ তাঁকে প্রতি দিন সহকর্মীদের সঙ্গে কাটাতে হয়। পরিবারের সব মানুষ, আত্মীয়স্বজন যেমন একরকম হন না, সে রকমই অফিসের সব সহকর্মীও এক রকম হন না। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, তো কেউ পারলেও কিছু করেন না! কেউ প্রশংসায় পঞ্চমুখ হন, তো কেউ অন্যের পদন্নোতি একদম দেখতে পারেন না! এ রকমটা প্রায় সব অফিসেই হয়, তাই এই ঘটনা নতুন কিছু নয়। সমস্যা হয় তখন, যখন এটা নিজেদের সঙ্গে ঘটে। তবে এই রকম কোনও সহকর্মী, যাঁর অদ্ভুত আচরণের কোনও ব্যাখ্যা নেই, তাঁকে একটু বুদ্ধি খাটিয়ে সহজেই কাবু করা যায়। কী রকম?
advertisement
2/7
নিজের বক্তব্য শান্ত মাথায় পেশ করতে হবে। হঠাৎ করে রেগে গেলে চলবে না। সহকর্মী যদি অ্যাগ্রেসিভ (Aggresive) হন, তা হলেও নয়। সম্মান দেখিয়েই সম্মান আদায় করতে হবে।
advertisement
3/7
আপ ভালা তো জগত ভালা। এর আগে অন্য সহকর্মীদের (Colleague) সঙ্গে একই সমস্যা, আবার নতুন অফিসেও তাই? তা হলে সমস্যাটা অন্যের মধ্যে না খুঁজে নিজের দিকে একবার আয়না ধরলে হয় তো উত্তর পাওয়া যাবে। সব সময়ে নিজের কথা না বলে অন্যের কথা শোনার অভ্যেসও তৈরি করতে হবে। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহারও বজায় রেখে চলতে হবে। অন্যজন খারাপ, এটা ভেবে এগিয়ে যাওয়ার আগে একবার নিজের আচরণ বিশ্লেষণ করলে ভালো হয়।
advertisement
4/7
অফিসের মধ্যে সব কথা মন খুলে বলা যায় না। আর সেটা বলা উচিৎও নয়। অনেক সুস্থ স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কই অফিসের ন’টা পাঁচটার ঘেরাটোপে শুকিয়ে যায়। তাই মাঝে মধ্যে বাইরে বেরোতে হবে। কোনও একদিন সহকর্মীদের (Coworker) লাঞ্চ বা ডিনারে আমন্ত্রণ জানানো যেতে পারে। অফিস ছুটির পর একটা নির্ভেজাল আড্ডা বা সিনেমাও দেখা যায়। অফিসের অনেক রেষারেষি বা মনোমালিন্য এ ভাবেও ফিকে হতে পারে।
advertisement
5/7
যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও সেই হাতে কেউ হাত না রাখেন, তা হলে অফিসের সম্পর্ক অফিস পর্যন্ত থাকলেই ভালো হয়। কারও সঙ্গে ঝগড়া না করে, আবার বেশি সখ্যতা না রেখে একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যেখানে অফিস ছুটি হলেই কেউ কাউকে চিনবেন না।
advertisement
6/7
অফিস গসিপ হচ্ছে অনেকটা জাঙ্ক ফুডের মতো। খেতে ভালো লাগে, কিন্তু তাতে পুষ্টি নেই, উল্টে বিপদ বাড়িয়ে দেয়। অফিস গসিপ থেকে শত হস্ত দূরে থাকাই মঙ্গল।
advertisement
7/7
অফিস গসিপ হচ্ছে অনেকটা জাঙ্ক ফুডের মতো। খেতে ভালো লাগে, কিন্তু তাতে পুষ্টি নেই, উল্টে বিপদ বাড়িয়ে দেয়। অফিস গসিপ থেকে শত হস্ত দূরে থাকাই মঙ্গল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সহকর্মীর অদ্ভুত ব্যবহারে নাজেহাল? বাজিমাত হবে এই কৌশলগুলোয়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল