Offbeat Travel Destination: দিঘা বাদ দিন! এই নির্জন সমুদ্রে জমুক নিউ-ইয়ারের পার্টি! খরচ খুব কম!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Offbeat Travel Destination: দিঘা-মন্দারমণিতে তো এই সময়ে পা রাখার জায়গা থাকে না! কলকাতার কাছেই রয়েছে এই নির্জন সমুদ্র! চট করে চলে এলেই জমবে নিউ ইয়ার পার্টি! জানুন
advertisement
1/7

চারিদিকে দিগন্ত বিস্তৃত সৈকত, বঙ্গোপসাগরের জলরাশির মধ্যে সবুজ ছোট্ট একটি দ্বীপ হল মৌসুনি দ্বীপ। বছর শেষের ছুটির দিনগুলিতে আপনার গন্তব্য হোক সেখানেই।
advertisement
2/7
নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছুটি কাটানোর উপযুক্ত ঠিকানা এই দ্বীপ। সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক বছরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপ।
advertisement
3/7
সমুদ্রের পাশে নির্জনে থাকার অন্যতম সুন্দর জায়গা এটি। দ্বীপে এখনও গড়ে ওঠেনি কংক্রিটের যাত্রী আবাস। এখানে রয়েছে টেন্ট পরিষেবা।
advertisement
4/7
সমুদ্রের পাড়ে রয়েছে বেশ কয়েকটি মাটির কটেজ। এলাকার প্রচলিত খাবার এবং সামুদ্রিক মাছের নানা পদ পাবেন এখানে। নৌকায় চেপে পার্শ্ববর্তী দ্বীপগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
advertisement
5/7
মৌসুনী দ্বীপ কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি বেশ নিরিবিলি। নিজের গাড়িতেই যাওয়া যায় এখানে।
advertisement
6/7
মৌসুনী দ্বীপে রয়েছে একাধিক পকেট ফ্রেন্ডলি ক্যাম্প। ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে চারবেলা খাওয়া এবং তাঁবুতে থাকার সুব্যবস্থা রয়েছে। রয়েছে আধুনিক শৌচাগারও।
advertisement
7/7
সমুদ্রের ধারে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা এখানকার ইউএসপি। সমুদ্রতটে সঙ্গীকে নিয়ে হেঁটে বেড়ান কিংবা নৌকাবিহারে যান আপনার দিন এখানে ভালো কাটবেই। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন মৌসুনি দ্বীপে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Travel Destination: দিঘা বাদ দিন! এই নির্জন সমুদ্রে জমুক নিউ-ইয়ারের পার্টি! খরচ খুব কম!