Obesity: বিজ্ঞানীদের বড় ভবিষ্যতবাণী! হাতে বাকি আর কিছু দিন! এই বড় রোগে ভুগবে দেশের অর্ধেক বাচ্চা! আজই সাবধান হন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Obesity: বিশ্বব্যাপী স্থূলতার সমস্যা বাড়ছে, এবং আগামী ২৫ বছরে এই ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে সংশয় করা হচ্ছে। গবেষকদের মতে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ শিশু এবং কিশোর-কিশোরী স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগবে।
advertisement
1/7

বিশ্বব্যাপী স্থূলতার সমস্যা বাড়ছে, এবং আগামী ২৫ বছরে এই ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে সংশয় করা হচ্ছে। গবেষকদের মতে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ শিশু এবং কিশোর-কিশোরী স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগবে।
advertisement
2/7
এই গবেষণাটি অস্ট্রেলিয়া-ভিত্তিক মারডক চিলড্রেন'স রিসার্চ ইনস্টিটিউট দ্বারা করা হয়েছে এবং এর ফলাফল উদ্বেগজনক। এই ক্রমবর্ধমান সমস্যার স্বাস্থ্যগত প্রভাব কেবল অর্থনৈতিকভাবেই বিশাল হবে না, বরং শিশু ও কিশোর-কিশোরীদের জীবনযাত্রার মানকেও প্রভাবিত করবে।
advertisement
3/7
ভবিষ্যতের উপর স্থূলতার প্রভাব-এই আন্তর্জাতিক গবেষণার প্রধান লেখক ডঃ জেসিকা কের বলেন, ‘এই ক্রমবর্ধমান সমস্যা স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির উপর কোটি কোটি ডলারের বোঝা চাপাবে।’
advertisement
4/7
এর পাশাপাশি, উচ্চ বডি মাস ইনডেক্স (BMI) সম্পর্কিত সমস্যা যেমন ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ, শ্বাসকষ্ট, প্রজনন সমস্যা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা আজ এবং ভবিষ্যতে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রভাবিত করবে।
advertisement
5/7
স্থূলতার হার বৃদ্ধিএই গবেষণায় দেখা গিয়েছে যে ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ থেকে ২৪ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে, বিশ্বব্যাপী ৪৯৩ মিলিয়ন শিশু এবং কিশোর-কিশোরী স্থূলকায় বা অতিরিক্ত ওজনের ছিল।
advertisement
6/7
বার্ধক্যের উপর স্থূলতার প্রভাবস্থূলকায় শিশুদের স্ট্রোক, বিভিন্ন ধরণের ক্যানসার, হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস, অকাল মৃত্যু এবং পরবর্তী জীবনে মানসিক অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়।
advertisement
7/7
সময়োপযোগী পদক্ষেপ নেওয়া জরুরিডঃ কের বলেন, যদি এই সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমাদের শিশুদের জীবন কঠিন হয়ে পড়তে পারে। ২০৩০ সালের আগে সক্রিয় পদক্ষেপ নেওয়া হলে এই সমস্যা সমাধানযোগ্য।( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Obesity: বিজ্ঞানীদের বড় ভবিষ্যতবাণী! হাতে বাকি আর কিছু দিন! এই বড় রোগে ভুগবে দেশের অর্ধেক বাচ্চা! আজই সাবধান হন