Oats causes Constipation: ওটস খেলে চোখে জল আসবে কোষ্ঠকাঠিন্যে? জানুন কীভাবে ওটস খেলে হবে না কনস্টিপেশন, দ্রুত ঝরবে ওজনও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Oats causes Constipation:কেন ওটস খেলে কোষ্ঠকাঠিন্য হয়? কীভাবে ওটস খেলে কোষ্ঠের সমস্যায় ভুগতে হবে না? জানুন।
advertisement
1/9

আধুনিক ডায়েটে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার হল ওটস। বানাতে সময় লাগে না বেশি। নানা উপায়ে খাওয়াও যায়। তাই ওটসকে বলা হয় সুপারফুড। কিন্তু অনেকেরই অভিযোগ ওটস খেলে কোষ্ঠকাঠিন্য হয়।
advertisement
2/9
কেন ওটস খেলে কোষ্ঠকাঠিন্য হয়? কীভাবে ওটস খেলে কোষ্ঠের সমস্যায় ভুগতে হবে না? জানুন। বলেছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
3/9
ওটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে। একদিকে ফাইবার সাহায্য করে হজমে। আবার অন্যদিকে সঠিক উপায়ে না খেলে দেখা দিতে পারে হজমের সমস্যাও।
advertisement
4/9
ওটসের অতিরিক্ত ফাইবার পেটের অতিরিক্ত জল শোষণ করে নেয়। ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য।
advertisement
5/9
ওটসে ফাইবার বেশি থাকলেও ইনসল্যুবল ফাইবার কম থাকে। ফলে মলত্যাগে সমস্যা দেখা দেয়।
advertisement
6/9
প্রসেসড ওটস বা প্রক্রিয়াজাত এই খাবারে ফাইবার কম থাকে। তাছাড়া এতে দেওয়া থাকে কৃত্রিম মিষ্টি ও প্রেজারভেটিভ। কোষ্ঠ পরিষ্কারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
advertisement
7/9
তাহলে ওটস খেলে কীভাবে এড়াবেন কোষ্ঠকাঠিন্য? প্রচুর জলপান করতে হবে। অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল খান নিয়মিত।
advertisement
8/9
প্রক্রিয়াজাত ওটস খুব বেশি খাবেন না। তাজা ফল, শাকসবজি, বাদামের মতো খাবার যেগুলিতে ইনসল্যুবল ফাইবার আছে, সেগুিল রাখুন ডায়েটে।
advertisement
9/9
একাধিক সাবধানতা নেওয়ার পরও কোষ্ঠকাঠিন্য না সারলে ওটস খাওয়া কমিয়ে দিন। ওটস খেলে সঙ্গে ব্যালান্সড ডায়েট রাখুন প্রচুর জল ও ফলমূল শাকসবজি সমেত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Oats causes Constipation: ওটস খেলে চোখে জল আসবে কোষ্ঠকাঠিন্যে? জানুন কীভাবে ওটস খেলে হবে না কনস্টিপেশন, দ্রুত ঝরবে ওজনও