Nuts in Diet: কমবে ওজন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার! হৃদযন্ত্র সুস্থ রাখতে ডায়েটে রাখুন এই পাঁচ বাদাম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nuts in Diet: স্বাদ ও গুণের মেলবন্ধনের অন্যতম সেরা উদাহরণ বাদাম। নানা ভাবে খাওয়া যায় বাদাম। জানুন বাদামের উপকারিতা
advertisement
1/7

নানা স্বাদের বাদাম হাজির আমাদের হাতের নাগালে। স্বাদ ও গুণের মেলবন্ধনের অন্যতম সেরা উদাহরণ বাদাম। নানা ভাবে খাওয়া যায় বাদাম। জানুন বাদামের উপকারিতা।
advertisement
2/7
ডায়েটিশিয়ান ক্যাথেরিন সেবাস্টিয়ান তুলে ধরেছেন বাদামের উপকারিতার কথা। দেখা যাচ্ছে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য থেকে ওজন হ্রাস-সহ নানা শারীরিক উপকারিতায় সিদ্ধহস্ত বাদাম।
advertisement
3/7
উপকারী বাদামের মধ্যে প্রথমেই আসবে ওয়ালনাট বা আখরোট। এই বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ওমেগা থ্রি আছে। হজমে সহায়ক এই বাদাম অ্যালঝাইমার্স ও পার্কিনসন্স রোগে উপকারী।
advertisement
4/7
আমন্ড খাওয়া যায় কাঁচা এবং রোস্টেড দু’ ভাবেই। ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিড্যান্ট প্রচুর পরিমাণে আছে। ব্লাড সুগার ও কোলেস্টেরল মাত্রা কমায় আমন্ড। ওজন কমাতেও কার্যকর এই বাদাম।
advertisement
5/7
কাজুবাদামে প্রচুর পরিমাণে আছে উপকারী স্নেহজাতীয় জিনিস, প্রোটিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। কাজুতে থাকা স্টিয়ারিক অ্যাসিড ক্ষতিকারক কোলেস্টেরল কমায়। ব্লাড সুগার ও ওজন নিয়ন্ত্রণে রাখে এই বাদাম।
advertisement
6/7
চিনাবাদামে আছে উপকারী স্নেহজাতীয় জিনিস, প্রোটিন ও কার্বস। উপকারিতায় ভরা এই বাদাম বৃদ্ধি করে কর্মশক্তি। এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের আশঙ্কা কমায়। স্নায়ুরোগের ক্ষেত্রেও কার্যকর এই বাদাম।
advertisement
7/7
পেস্তায় আছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান। এর ফাইবার, মিনারেলস এবং আনস্যাচিওরেটেড ফ্যাট হৃদযন্ত্র সুস্থ রাখে। নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার, কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nuts in Diet: কমবে ওজন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার! হৃদযন্ত্র সুস্থ রাখতে ডায়েটে রাখুন এই পাঁচ বাদাম