Motion Clear: আয়নার মতো চকচকে ত্বক, সকাল সকাল পেটও হবে সাফ, জলে কতটা নুন ভ্যানিশ করবে কোষ্ঠকাঠিন্য? জেনে নিন মাপ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
গরম জলে নুন মিশিয়ে খেলেও অনেক উপকার হবে শরীরের। তবে চিকিৎসকের পরার্মশ মেনে খেলেই উপকার হবে অনেক।
advertisement
1/8

অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে৷ সকাল সকাল পেট পরিষ্কার না হলে সারাদিন সমস্যা হয়৷ ফলে পেটের ময়লা বার করার চেষ্টা করতে থাকেন সকলে৷
advertisement
2/8
গরম জলে নুন মিশিয়ে খেলেও অনেক উপকার হবে শরীরের। নুন-জলে সবচেয়ে ভাল ফল মেলে সর্দিকাশি হলে।
advertisement
3/8
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই পানীয় খাওয়া যাবে না। তবে চিকিৎসকের পরার্মশ মেনে খেলে উপকার হবে অনেক।
advertisement
4/8
শরীরে সোডিয়ামের মাত্রা যদি কম হয়, তা হলে হাইপোনেট্রমিয়া হতে পারে। এক্ষেত্রে দারুণ ভাল কাজ করে থাকে এই নুন-জল।
advertisement
5/8
নুন-জল পান করলে কোষ্ঠকাঠিন্যের, হজমের সমস্যা থেকে মুক্তি মেলে। এছাড়া এই নুন-জল পেটের স্বাস্থ্য ভাল রাখে সহজে।
advertisement
6/8
এক চিমটে নুন গরম জলে মিশিয়ে সকালে পান করলে মেদ ঝরাতে সাহায্য করে। গরম জলে নুনের মিশ্রণ শরীরের টক্সিন দূর করে।
advertisement
7/8
ব্রণের সমস্যা দূর করতে নুন-জল পানে ভাল ফল পাওয়া যায়। এছাড়া নিয়মিত নুন-জল পানে ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে ওঠে।
advertisement
8/8
নুন-জল যদি নিয়মিত পানের অভ‍্যাস করা যায়। তবে দাঁত খুব সহজেই ভাল থাকে। দাঁতের সমস্যা খুব সহজেই ভাল থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Motion Clear: আয়নার মতো চকচকে ত্বক, সকাল সকাল পেটও হবে সাফ, জলে কতটা নুন ভ্যানিশ করবে কোষ্ঠকাঠিন্য? জেনে নিন মাপ