TRENDING:

Heart Attack: হঠাৎ হার্ট অ্যাটাক, মাটিতে লুটিয়ে পড়লেন, 'একমাত্র' পদ্ধতিতে ফিরে পাবেন 'জীবন'

Last Updated:
আচমকা হার্ট অ্যাটাক হলে প্রথমেই কী করবেন? প্রাথমিক চিকিৎসা পদ্ধতি হিসেবে সিপিআর পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই‌ এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
advertisement
1/6
হঠাৎ হার্ট অ্যাটাক, মাটিতে লুটিয়ে পড়লেন, 'একমাত্র' পদ্ধতিতে ফিরে পাবেন 'জীবন'
মালদহ: প্রাণঘাতী হার্ট অ্যাটাক এবং জলে ডুবে উদ্ধার হওয়া মানুষকে আপৎকালীন অবস্থায় বাঁচাতে এবারে বিশেষ পদ্ধতি শেখান হল পড়ুয়াদের। শুধুই চিকিৎসক বা নার্স নয় এবারে স্কুলের পড়ুয়ারাও দিতে পারবেন জরুরি কালীন অবস্থায় চিকিৎসা পরিষেবা। আচমকা হৃদ আক্রান্ত হলে কিভাবে প্রাথমিক পর্যায়ে রোগীকে বাঁচাতে পারবেন?
advertisement
2/6
কি করে সিপিআর অর্থাৎ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পদ্ধতি ব্যবহার করে হৃদরোগ, শ্বাসকষ্ট অথবা জলে তলিয়ে যাওয়া ব্যক্তি উদ্ধারের পর সেই ব্যক্তির শরীরে হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনা যায়।
advertisement
3/6
তার সঠিক একাধিক পদ্ধতি হাতে কলমে শেখান হল স্কুল পড়ুয়াদের। শুধু একটি স্কুল নয় জেলা জুড়ে প্রায় প্রতিটি স্কুলেই এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের বলে জানান জেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আধিকারিকরা।
advertisement
4/6
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ জানান, বর্তমানে দিনকে দিন হৃদরোগ আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি জলে ডুবেও অনেকের মৃত্যু হচ্ছে। এমন অবস্থায় সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা না পেয়ে মারা যান অনেকে। জরুরি কালীন অবস্থায় হঠাৎ হৃদআক্রান্ত বা শ্বাসকষ্ট দেখা দিলে কিভাবে প্রাণ ফেরান যায় তার অন্যতম পদ্ধতি হচ্ছে সিপিআর।
advertisement
5/6
হাত দিয়ে হৃদআক্রান্ত বা শ্বাসকষ্ট জনিত ব্যক্তির বুকের মাঝামাঝি জায়গায় চাপের মাধ্যমে প্রাণ ফেরানোর পদ্ধতিকে বলা সিপিআর। প্রাথমিক চিকিৎসা পদ্ধতি হিসেবে সিপিআর পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই‌ এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
advertisement
6/6
বিশেষ চিকিৎসক ও বিশেষজ্ঞদের দ্বারা এই প্রশিক্ষণ দেওয়া হবে জেলার প্রতিটি স্কুলে। এই জরূরী কালীন চিকিৎসা পদ্ধতি প্রশিক্ষণের ফলে প্রাথমিক পর্যায়ে সিপিআর এর মত জরুরী চিকিৎসা নিজেই করতে পারবেন স্কুল পড়ুয়ারা বলে দাবি বিশেষজ্ঞদের।জিএম মোমিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Heart Attack: হঠাৎ হার্ট অ্যাটাক, মাটিতে লুটিয়ে পড়লেন, 'একমাত্র' পদ্ধতিতে ফিরে পাবেন 'জীবন'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল