Nose Blocking Orgasm : বন্ধ নাক খুলতে দারুণ কাজে দেয় যৌন সঙ্গম! আজব আবিষ্কারে গবেষক পেলেন Ig Nobel Prize...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nose Blocking Orgasm| Ig Nobel Prize : গবেষণায় উঠে এসেছে যে ৬০ মিনিট কেউ যৌন সঙ্গম করলে সেই নির্দিষ্ট ব্য়ক্তির নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
1/6

আর মাত্র কয়েকটা দিন। পরের মাসেই প্রকাশ হতে চলেছে নোবেল পুরস্কার ২০২১-এর (Nobel Prizes 2021) তালিকা। কিন্তু তার আগেই আই জি নোবেল পুরস্কারের (Ig Nobel Prizes) এর নাম ঘোষণা হল। মূলত অফবিট কোনও বিষয়ের উপর রিসার্চের ক্ষেত্রে ওই পুরস্কার দেওয় হয়। এবার বিজ্ঞানে ওই পুরস্কার পাচ্ছেন জার্মানির ওলচায় সেম বুলুট (Olcay Cem Bulut) এবং তাঁর সঙ্গীরা।
advertisement
2/6
কারণ তাঁরা একটি ভিন্ন বিষয়ের উপর রিসার্চ (Nose Blocking Orgasm) করেছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে নাক বোজার সমস্য়া থেকে মুক্তি দিতে পারে সঙ্গম এবং অর্গাজম (Nose Blocking Orgasm)। মোট ১৮ জন দম্পতির উপর ওই গবেষণা চালানো হয়। সেই গবেষণায় উঠে এসেছে যে ৬০ মিনিট কেউ যৌন সঙ্গম করলে সেই নির্দিষ্ট ব্য়ক্তির নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
3/6
শান্তির ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন উটাহ বিশ্ববিদ্যালয়ের ( University of Utah) ইথান বেসেরিস (Ethan Beseris), স্টিভেন ন্যালওয়ে (Steven Naleway) এবং ডেভিড ক্যারিয়ার (David Carrier)। তাঁরা গবেষণার মাধ্য়মে তুলে ধরেছেন দাড়ি যে শুধুমাত্র সৌন্দর্যের জন্য় রাখা হয় তা নয়। মানুষের মুখকেও বিভিন্ন আক্রমণ থেকে রক্ষা করে। এবষিয়ে একটি বিশেষ মানব হাড়ের ন্যায় বিশেষ যৌগ তৈরি করেন তাঁরা এবং ভেড়ার চামড়া নিয়ে পরীক্ষা চালান। সেই পরীক্ষায় উঠে আসে দাড়ির কর্মক্ষমতা। এর পরেই বিজ্ঞানীদের তরফে জানানো হয়, একাধিক আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত দাড়ি।
advertisement
4/6
আরও একজন এই পুরস্কার পেয়েছেন, তিনি হলেন রবিন ব়্যাডক্লিফ (Robin Radcliff)। তিনি মূলত বন্য়প্রাণী নিয়ে বিভিন্ন কাজ করেন। তিনি গবেষণার মাধ্য়মে দেখিয়েছেন, যদি গণ্ডারদের একস্থান থেকে অন্য় স্থানে এয়ার লিফ্টিং করে নিয়ে যাওয়ার সমেয় তাদের পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে থাকে তাহলে তাদের শরীর বেশি সুস্থ থাকে। এবিষয়ে তিনি সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, “প্রতিটি মানুষকে নিজেদের মতো করে একটু অন্য়রকম বিষয় নিয়ে ভাবতে হবে।”
advertisement
5/6
এর পাশাপাশি অনান্য় বিষয়েও অনেকে পুরস্কার পেয়েছেন। যাঁরা রাস্তায় পড়ে থাকা চুইংগামের ব্যকটেরিয়া নিয়ে গবেষণা করেছেন এবং কী ভাবে আরশোলাদের উৎপাত প্রতিহত করা যায় সে নিয়েও যাঁরা গবেষণা করেছেন. তাঁরাও পুরস্কার জিতেছেন।
advertisement
6/6
বায়োলজিতে পুরস্কার জিতেছেন সুজান স্কটজ (Susanne Schötz)। দ্য় সিক্রেট ল্যাঙ্গুয়েজ অফ ক্য়াট (The Secret Language of Cats) বইয়ের লেখক তিনি। আই জি নোবেল প্রাইজ ২০২১ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্য়ালয়ে (Harvard University)। বিজয়ীরা কাগজের ট্রফি এবং বেশ কিছু অর্থ পেয়েছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nose Blocking Orgasm : বন্ধ নাক খুলতে দারুণ কাজে দেয় যৌন সঙ্গম! আজব আবিষ্কারে গবেষক পেলেন Ig Nobel Prize...