North Bengal Tourism: উত্তরবঙ্গের রাস্তায় মেক্সিকান সূর্যমুখীর হাতছানি! শিলিগুড়ি থেকে সামান্য দূরে চোখজুড়ানো বাহার, শীতের ট্যুরে না গেলে মিস
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে আপনাকে স্বাগত জানাতে তৈরি রয়েছে যেন এক সোনালি রাজপথ। শিলিগুড়ি থেকে মাত্র প্রায় ২০ কিলোমিটার দূরে রাস্তার দু’ধার জুড়ে এখন চোখজুড়ানো মেক্সিকান সূর্যমুখীর বাহার।
advertisement
1/6

উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে আপনাকে স্বাগত জানাতে তৈরি রয়েছে যেন এক সোনালি রাজপথ। শিলিগুড়ি থেকে মাত্র প্রায় ২০ কিলোমিটার দূরের রোহিণী রোডের দু’ধার জুড়ে এখন চোখজুড়ানো মেক্সিকান সূর্যমুখীর বাহার। উজ্জ্বল হলুদ পাপড়িগুলো যেন পাহাড়ের ঢালে নিজের রাজত্ব বিস্তার করে বসেছে— আর সেই সৌন্দর্যে মুগ্ধ পর্যটক থেকে শুরু করে শিলিগুড়িবাসীরাও। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
দার্জিলিং বা কার্শিয়াংমুখী গাড়ি যত এগোচ্ছে, ততই যেন এক কল্পনার ফুলসম্রাজ্যের ভেতরে প্রবেশ করছে পথিকেরা। পাহাড়ের ধাপে ধাপে সাজানো এই হলুদ ফুলগুলো রোহিণী রোডকে এখন বানিয়ে তুলেছে উত্তরবঙ্গের নতুন পোস্টকার্ড লোকেশন। DSLR হোক, মোবাইল হোক— ক্যামেরার লেন্সে ধরা প্রতিটি ফ্রেমই হয়ে উঠছে মন মাতানো।
advertisement
3/6
পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই পথের ধারের দোকানগুলিতেও ভিড় জমছে। চা–মোমো–ম্যাগির দোকান থেকে শুরু করে ছোট ছোট ফলের স্টল— চলতি মরশুমে সবারই জমজমাট ব্যবসা।
advertisement
4/6
তবে এই সৌন্দর্যের মাঝেও রয়েছে একটিই আবেদন— ফুল তুলবেন না। প্রকৃতির এই উপহার শুধু চোখে দেখার, মনে রাখার। ছিঁড়ে নিলে সৌন্দর্য নষ্ট হয়, ক্ষতি হয় পরিবেশেরও।
advertisement
5/6
দার্জিলিং থেকে কার্শিয়াং-এর যাত্রা এখন আর শুধু পাহাড়ের দিকে ওঠার রাস্তা নয়— এটা হয়ে উঠেছে এক সোনালি অভিজ্ঞতা, এক নির্জন স্বপ্নভূমি, যা মিস করা একেবারেই উচিত নয়।
advertisement
6/6
পাহাড়মুখী সফরে বেরোলে রোহিণী রোডের এই সূর্যমুখীর মহোৎসব একবার অন্তত দেখে নিতেই হবে— না হলে যেন সফরটাই অপূর্ণ রয়ে যাবে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Tourism: উত্তরবঙ্গের রাস্তায় মেক্সিকান সূর্যমুখীর হাতছানি! শিলিগুড়ি থেকে সামান্য দূরে চোখজুড়ানো বাহার, শীতের ট্যুরে না গেলে মিস