North Bengal Trip: মেঘের মধ্যে রাত্রিবাস! ঘুরে আসুন কালিম্পংয়ের ডুকা ভ্যালি, পুজোর মরশুমে প্রেমে থাকুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Trip: হাতেগোনা খুব কম মানুষই আছেন যারা এই জায়গাটি সম্পর্কে জানেন। তাই পরিবেশ বেশ শান্ত, নিরিবিলি। কালিম্পংয়ের কাছেই আলগাড়া থেকে এই ডুকা ভ্যালির দূরত্ব মাত্র ১১ কিমি। প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি হোমস্টে।
advertisement
1/6

*ভ্রমণপ্রিয় বাঙালির অবশ্য ঘুরতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনও মরসুমের দরকার পড়ে না। যদিও আর ক'টাদিন পর থেকেই পুজোর মরসুম পড়তে চলেছে। এই সময় পাহাড়ে ঠান্ডা ঠান্ডা অনুভূতি নিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন?
advertisement
2/6
*খুঁজছেন কোনও অফবিট জায়গা? কোথায় যাবেন বুঝতে পারছেন না? কালিম্পং-এর এমন একটি সুন্দর জায়গার সন্ধান দেওয়া হল যেখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। সোজা চলে যান ডুকা ভ্যালিতে।
advertisement
3/6
*এখানে গেলে ফিরতে ইচ্ছে করবে না। পাহাড়ের বুকে কিছু হোমস্টে-তে প্রকৃতির আনন্দ নিতে নিতে আপনি খুব সহজেই কয়েকটা দিন কাটিয়ে ফেলতে পারবেন।
advertisement
4/6
*হাতেগোনা খুব কম মানুষই আছেন যারা এই জায়গাটি সম্পর্কে জানেন। তাই পরিবেশ বেশ শান্ত, নিরিবিলি। কালিম্পংয়ের কাছেই আলগাড়া থেকে এই ডুকা ভ্যালির দূরত্ব মাত্র ১১ কিমি। প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি হোমস্টে।
advertisement
5/6
*জায়গাটি বেশ নির্জন, সেইসঙ্গে সবুজের সমাহার, পাহাড়, ঝরনা, অজানা পাখির ডাক,মেঘেদের আনাগোনা চোখ ধাঁধিয়ে দেবে। যতদূর চোখ যায় দেখতে পাবেন একের পর এক পাহাড়ের চূড়া। শুধু তাই নয়, এই ডুকা ভ্যালি থেকে আপনি অনায়াসেই ঘুরে আসতে পারেন লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা, মারুনগাঁওয়ের মতো জায়গায়।
advertisement
6/6
*এখন নিশ্চই ভাবছেন যে এই ডুকা ভ্যালি কীভাবে পৌঁছাবেন? এই জায়গায় শেয়ার গাড়ি খুব কমই যায়। আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। তাই যাওয়ার আগে বাড়ি থেকে রিসর্ট বুকিং করে তবেই যাওয়া শ্রেয়। এবার পুজোয় তা হলে ট্রেন ধরে সোজা নিউ জলপাইগুড়ি নেমে পাড়ি দিতে পারেন অজানা মেঘের দেশে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: মেঘের মধ্যে রাত্রিবাস! ঘুরে আসুন কালিম্পংয়ের ডুকা ভ্যালি, পুজোর মরশুমে প্রেমে থাকুন