TRENDING:

Kalimpong Honeymoon Destination: হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন

Last Updated:
Kalimpong Honeymoon Destination: আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
1/5
হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা!সঙ্গী নির্জনতা,প্রেম!হতে পারে আপনার হানিমুন ডেস্টিনেশন
*বাঙালি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামে সময় কাটাতে বেশি পছন্দ করছে। অফবিটের নেশায় এখন ভ্রমণপিপাসুরা এমন জায়গা খুঁজে নিচ্ছে, যার ঠিকানা এর আগে কেউ জানত না। এমনই একটি জায়গা হল পেডং।
advertisement
2/5
*মধুচন্দ্রিমার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে কালিম্পং জেলার এই ছোট্ট গ্রাম পেডং। তেমন পরিচিত না হলেও একবার এলেই মনে হবে এই ছোট্ট জনপদকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে তার অপরূপ দিয়ে।
advertisement
3/5
*কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। কালিম্পং থেকে আলাগাড়া হয়ে যে রাস্তা সিকিমের দিকে বেঁকে গিয়েছে, সেই পথেই নিশ্চুপে ঘুমিয়ে থাকে পেডং। সবুজে ঘেরা এখানের নৈসর্গিক পরিবেশ বার বার মন ছুঁয়ে যায় পর্যটকদের।
advertisement
4/5
*এখানে নাম না জানা বহু হিমালয়ের পাখির দেখা মেলে। তাদের ডাকই নিমেষে মন ভাল করে দেবে আপনার। আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এছাড়াও পেডংয়ে বসেই দেখা যায় দার্জিলিং, সিকিম, ভূটান এবং তিব্বতের কিছু অংশ। মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
5/5
*শিয়ালদহ বা হাওড়া থেকে যে কোনও উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারে পেডং। কিংবা কালিম্পং পৌঁছে সেখান থেকেও ঘুরে আসতে পারেন পেডং থেকে। পেডংয়ে থাকার জন্য বেশ কিছু হোমস্টে, গেস্ট হাউস ও রিসর্ট রয়েছে। এখানে থাকা-খাওয়া নিয়ে খরচ পড়বে মাথাপিছু ১,২০০ টাকা থেকে ১,৫০০ টাকা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong Honeymoon Destination: হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল